সারা দেশের রেলযাত্রীদের জন্য বিশেষ নিয়ম চালু করল ভারতীয় রেল। 

গভীর রাতে রেলে যাত্রা করার সময়ে কিছু নিয়ম পালন করতে হবে বলে জানানো হয়েছে। 

টিটিই, ক্যাটারিংয়ের কর্মী-সহ বাকি রেলকর্মীরাও এই নিয়ম মেনে চলবেন। 

ধূমপান, মদ্যপান বা বেআইনি কোনও কাজ করলে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে বড় ক্ষতিপূরণ দাবি করা হবে।

নিয়মগুলি হল, সিটে, কোচে বা কম্পার্টমেন্টে বসে বসে ফোনে উচ্চস্বরে কথা বলা যাবে না। 

বা সহ-যাত্রীর সঙ্গেও খুব চিৎকার করে কথা বলায় নিয়ম চালু হয়েছে।

হেডফোন ছাড়া খুব জোরে জোরে গান শোনা যাবে না। রাত ১০টার পর আলো জ্বালিয়ে রাখা যাবে না। 

রাত ১০টার পর এসে যাত্রীদের টিকিট চেক করতে পারবেন না টিটিই। সব লাইট বন্ধ করতে হবে নাইট লাইটস ছাড়া। 

সদলবদলে যাত্রা করলে রাত ১০টার পর আর জোরে কথা বলা যাবে না নিজেদের মধ্যে।

মিডল বার্থের যাত্রীরা যখন তখন জানলা খুলতে পারবেন। লোয়ার বার্থের যাত্রীরা তা নিয়ে অভিযোগ করতে পারবেন না। 

অনলাইনে খাবার অর্ডার করলে পরিষেবা ১০টার পর আর পাওয়া যাবে না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন