West Medinipur News: সাতসকালে ডেবরায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, আহত ১০
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সাতসকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ডেবরায়। নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় বাস, আহত ১০ যাত্রী
পশ্চিম মেদিনীপুর: শনিবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায়। এই দুর্ঘটনার জেরে আহত হয় ১০ জন যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে খবর, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। ওই ইলেকট্রিক খুঁটিটিও পুরোপুরি ভেঙে পড়ে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ ডেবরার বালিচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দুর্ঘটনা গ্রস্থ বাসটি কাঁটাখালি-তমলুক রুটে চলাচল করে। দুর্ঘটনার সময় বাসটি সবংয়ের কাঁটাখালি থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকের দিকে যাচ্ছিল। ভোরের বাস হলেও যাত্রী বোঝাই ছিল। স্থানীয়দের দাবি, বাসটি যেভাবে দুর্ঘটনা ঘটিয়েছে তাতে আরও বড় বিপদ ঘটতে পারত। ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরেছে বলে প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। না হলে বেপরোয়া বাসটি যদি রাস্তার পাশে থাকা কোনও ঝুপড়ি বা বাড়ির মধ্যে ঢুকে পড়ত, তবে ওই ভোরবেলায় অনেকের প্রাণহানি ঘটত।
advertisement
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ডেবরা থানায় খবর দেয়৷ পুলিশ এসে অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। আহতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে। ভোর ৪.৩০ নাগাদ কাঁটাখালি থেকে বাসটি রওনা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ পরে ক্রেন দিয়ে বাসটিকে থানায় নিয়ে আসে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 3:01 PM IST