West Midnapore News: ICSE এর মেধা তালিকায় সর্বভারতীয় ক্ষেত্রে তৃতীয় মেদিনীপুরের মহিকা চায় ডাক্তার হতে

Last Updated:

West Midnapore News: ICSE এর সর্বভারতীয় ক্ষেত্রে তৃতীয় মেদিনীপুরের মহিকার 

ফাইল ছবি
ফাইল ছবি
পশ্চিম মেদিনীপুর:  আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)’র ২০২৩ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আইসিএসই (ICSE) পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তালিকায় উঠে এসেছে এ রাজ্যের একজনের নাম। মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ৪৯৮ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এ বঙ্গ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঁচ জন। ৪৯৭ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এ রাজ্যের ১৬ জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় আছে পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের মেয়ে মহিকা দে (Mohika De)।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
মহিকা শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) ছাত্রী। বাড়ি শহরের শেখপুরা এলাকায়। মহিকা’র বাবা ও মা দু’জনেই শিক্ষক।পশ্চিম মেদিনীপুর জেলা তথা অবিভক্ত মেদিনীপুরের মধ্যে একমাত্র মহিকা-ই সর্বভারতীয় মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই, রবিবার দুপুরের পর থেকেই খুশির হাওয়া মেদিনীপুর শহর জুড়ে। জেলা শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের শিক্ষক-শিক্ষিকারাও এই সাফল্যে উচ্ছ্বসিত। স্কুলের পক্ষ থেকে রবিবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়েছে মহিকাকে। সঙ্গে বিদ্যালয়ের সেরা পড়ুয়াদের।
advertisement
advertisement
মহিকা (৪৯৭/৯৯.৪ শতাংশ) ছাড়াও বিদ্যাসাগর শিশু নিকেতনের আরও ৩ পড়ুয়া ৯৮ (৪৯০) শতাংশের বেশি নম্বর পেয়েছে। কৃতী এই পড়ুয়ারা হল যথাক্রমে- অন্বেষা মন্ডল (৯৮.৬ শতাংশ); পুষ্প পর্ণা নন্দী (৯৮.৬ শতাংশ) এবং প্রাঞ্জল ঘোষ (৯৮.২ শতাংশ)। এদিন, স্কুল চত্বরে মহিকা-কে ঘিরে সতীর্থদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুন: বিজেপির হাত ছেড়ে কংগ্রেসে এসেই কর্ণাটকে বাজিমাত! কানুগোলুই কি ভারতীয় রাজনীতির নতুন ‘পিকে’?
মহিকার সাফল্যে জেলা জয় জয়কার। মহিকা’র বাবা মনোজ দে মেদিনীপুর শহরের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং মা কৃষ্ণা দে (মন্ডল) শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষিকা।
মহিকা জানিয়েছে, “প্রতিদিন প্রায় ১০ ঘন্টা পড়াশোনা করেছি। ভাল রেজাল্ট হবে ভেবেছিলাম। কিন্তু, এতটা ভাল হবে আশা করিনি! এই রেজাল্টের জন্য সবথেকে বেশি কৃতিত্ব আমার মায়ের। তবে বাবা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গৃহ শিক্ষকদেরও অবদান অতুলনীয়।” মহিকা এও জানিয়েছে, বড় হয়ে সে ডাক্তার হতে চায় এখন থেকেই NEET- এর প্রস্তুতি নেওয়া শুরু করেছে সে। মহিকা’র মা কৃষ্ণা দে (মন্ডল) বলেন, “মাদার্স ডে-তে মেয়ের কাছ থেকে এত ভাল উপহার পাবো আশা করিনি!”পশ্চিম মেদিনীপুর জেলা তথা অবিভক্ত মেদিনীপুরের মধ্যে একমাত্র মহিকা-ই সর্বভারতীয় মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই, রবিবার দুপুরের পর থেকেই খুশির হাওয়া মেদিনীপুর শহর জুড়ে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ICSE এর মেধা তালিকায় সর্বভারতীয় ক্ষেত্রে তৃতীয় মেদিনীপুরের মহিকা চায় ডাক্তার হতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement