West Midnapore News: নির্বাচনের মুখে বুথের সামনে লিফলেট! মুদি ব্যবসায়ীর এমন কাণ্ডে হতবাক সকলে
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
ভোটে হিংসা ও হানাহানি বন্ধ করতে সচেতনতা মূলক লিফলেট প্রচার মুদি দোকানির
বেলদা: ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত একাধিক জনের মৃত্যু হয়েছে। ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক খুনের অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে। ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারে, তারই সচেতনতামূলক প্রচার করলেন এক মুদি ব্যবসায়ী। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, নারায়ণগড়ের প্রায় ৩০ টির ও বেশি বুথে নিজের লেখা একাধিক সচেতনতামূলক লিফলেট সাঁটিয়ে দেন।
প্রসঙ্গত ভোটকে কেন্দ্র করে একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনার সামনে এসেছে। ভোট দিতে গিয়ে যাতে কোনও মানুষের প্রাণহানি বা অঙ্গহানি না হয়, সে বিষয়ে মানুষকে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের আহ্বান জানান তার এই লিফলেটের মধ্য দিয়ে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারী এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী প্রশান্ত চন্দ। তিনি বেশ কয়েকদিন ধরেই লিখেছেন নানা সচেতনতামূলক দু লাইনের কবিতা। নিজের লেখা এই কবিতা ছাপিয়ে বিভিন্ন বুথের সামনে সাঁটিয়ে দিলেন তিনি। প্রশান্ত বাবু দাবি, এই লিফলেটের মধ্য দিয়ে যদি সামান্য কয়েকজন মানুষ ও সচেতন হয়, তবে রাজ্যে হিংসা ও প্রাণহানির ঘটনা কমবে। তার আরও দাবি, মানুষের গণতান্ত্রিক ভোট নিজেরা যাতে শান্তিপূর্ণভাবে দিতে পারে।
advertisement
এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বুথের সামনে তার এই সচেতনতা মূলক লিফলেট সাঁটিয়ে দেন। মুদি ব্যবসায়ী ব্যক্তিগত এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন সকলে।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2023 8:58 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: নির্বাচনের মুখে বুথের সামনে লিফলেট! মুদি ব্যবসায়ীর এমন কাণ্ডে হতবাক সকলে









