Weather update: কুয়াশায় ঢাকা চারপাশ, অসময়ে শীত ফিরল নাকি? ঘুম ভেঙেই চমকে গেলেন দুই জেলার মানুষ

Last Updated:
আরামবাগে সকাল থেকেই ছিল এমন কুুয়াশার দাপট৷
আরামবাগে সকাল থেকেই ছিল এমন কুুয়াশার দাপট৷
বাঁপন সাঁতরা ও দেবব্রত মাহালি: আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা বজায় রয়েছে৷গতকালও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুেরর মতো জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল৷ বেলা বাড়লে ঘরের বাইরে পা দেওয়াই দায়৷ তাই ভোর ভোরই বাজার সহ জরুরি কাজ সেরে রাখছেন অধিকাংশ মানুষ৷
কিন্তু এ দিন সকালে বাড়ির বাইরে পা দিয়েই অবাক হুগলির একাংশ, পশ্চিম মেদিনীপুেরর বাসিন্দারা৷ কারণ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া হুগলির আরামবাগ অথবা পশ্চিম মেদিনীপুরের, ডেবরা, পিংলা অথবা চন্দ্রকোণার মতো এলাকা৷ ঘন কুয়াশায় ঢাকা চারপাশ দেখলে শীতের সকাল বলে ভুল হলেও হতে পারে৷ কিন্তু ভ্যাপসা গরম আর ঘামে সেই ভাবনা আসার উপায় নেই৷ তবে অসময়ে এমন কুয়াশার চাদর দেখে অবাক অনেকেই৷
advertisement
advertisement
বাঁকুড়ার বিভিন্ন অংশের মতো এ দিন সংলগ্ন জেলা হুগলির আরামবাগেও ঘন কুয়াশার চাদর ছিল৷ কুয়াশার দাপট এতটাই ছিল যে সকালবেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে৷ দৃশ্যমানতাও ছিল অনেকটাই কম৷ প্রবল গরমের মধ্যে এমন কুয়াশার দাপট দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও৷
advertisement
তবে সকালে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লেই রোদের তেজ এবং তার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা ও গরম বাড়বে বলেই ধরে নিচ্ছেন সাধারণ মানুষ৷ প্রবল গরমের মধ্যে দু একদিন আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, হাওড়ার ডুমুরজলাতে ধুলো ঝড় দেখা গিয়েছে৷ ফলে এই কুয়াশাও আসলে বায়ুমণ্ডলে ভেসে থাকা ধুলোর আস্তরণ কি না্, তা নিয়েও চর্চা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
advertisement
আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, আরও অন্তত দু দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে এ সপ্তাহের শেষ দিকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Weather update: কুয়াশায় ঢাকা চারপাশ, অসময়ে শীত ফিরল নাকি? ঘুম ভেঙেই চমকে গেলেন দুই জেলার মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement