Kolkata weather update: কলকাতায় কবে বৃষ্টি, কতটা নামবে তাপমাত্রা? নির্দিষ্ট করে জানাল আবহাওয়া দফতর

Last Updated:
সপ্তাহান্তে স্বস্তির সম্ভাবনা। ছবি- পিটিআই
সপ্তাহান্তে স্বস্তির সম্ভাবনা। ছবি- পিটিআই
কলকাতা: উত্তরবঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর আজই বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী তিন জেলায়। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। তবে বৃষ্টি হবে খুব সামান্য। আগামী শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্বস্তি দিয়ে হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
তবে তার আগে পর্যন্ত অবশ্য প্রবল দাবদাহে পুড়তে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের ৫ জেলায় আগামিকালও চরম তাপপ্রবাহ থাকবে। তবে উত্তরবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কতা শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য জারি থাকছে।
পশ্চিমের জেলাগুলির জন্য চরম তাপ প্রবাহের সতর্কতা বজায় থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, বীরভূমে আগামিকাল পর্যন্ত চলবে চরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ থেকে ২১ এপ্রিল শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।
advertisement
উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে সেই ২১ এপ্রিল শুক্রবার পর্যন্ত।
কলকাতায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঈদের পরেই হতে পারে এই বৃষ্টি। শনিবার থেকে সোম মঙ্গলবার এর মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পংএ শিলাবৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে।
advertisement
এ দিন দুপুর পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা অধিকাংশ জায়গাতেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে৷
কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৪১.৪ ডিগ্রি, সল্টলেক ৪২.২ ডিগ্রি, মালদহ ৪২ ডিগ্রি, শ্রীনিকেতন ৪৩.২ ডিগ্রি, আসানসোল ৪৩.২ ডিগ্রি, বাঁকুড়া ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়েছে৷ আবহ দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদহ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata weather update: কলকাতায় কবে বৃষ্টি, কতটা নামবে তাপমাত্রা? নির্দিষ্ট করে জানাল আবহাওয়া দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement