পশ্চিম মেদিনীপুর: স্কুলের হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হল ক্লাসরুমে। জানুয়ারি যাদের জন্মমাস তাদের জন্মদিন পালন করল এই বেসরকারি বিদ্যালয়। জন্মদিন পালনের অনুষ্ঠানের নাম 'ইচ্ছে হয়ে থাকো মনের মাঝে'। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বড়মোহনপুর ভগবতীদেবী শিক্ষা নিকেতন হস্টেলে থাকা পড়ুয়াদের নিয়ে এমন অভিনব উদ্যোগ নিল। যার তারিফ করেছেন অভিভাবকরাও।
বিদ্যালয়টি জানিয়েছে, পড়ুয়াদের মধ্যে অনেকেই হোস্টেলে থাকে। ফলে তারা সবসময় বাড়ি যেতে পারে না। তাই পরিবারের সঙ্গে জন্মদিন পালনের সুযোগও হয় না। এর ফলে ছেলেমেয়েদের মন খারাপও করে। তাদের মনে একটু আনন্দ দিতেই স্কুলে জন্মদিন পালনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু জানুয়ারি নয়, বছরের প্রতিটি মাসেই এভাবে আবাসিক পড়ুয়াদের জন্মদিন পালন করবে বেসরকারি স্কুলটি। মাসের শেষে সেই মাসে যে সব শিক্ষার্থীদের জন্মদিন ছিল তাদের জন্মদিন একসঙ্গে পালন করা হবে। জানুয়ারিতে যাদের জন্মদিন ছিল পরিকল্পনা অনুযায়ী মাসের শেষে ইতিমধ্যেই তাদের জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আরও পড়ুন: পঞ্চানন বর্মার জন্মদিনের আগে তাঁর নামঙ্কিত উদ্যান ও মূর্তি অবহেলায় পড়ে, দ্রুত সংস্কারের দাবি
বড়মোহনপুর ভগবতীদেবী শিক্ষা নিকেতন গড়ে উঠেছে ২০১৯ সালে। বর্তমানে পঞ্চম-দশম শ্রেণি পর্যন্ত এই বেসরকারি বিদ্যালয়ের শতাধিক পড়ুয়া পড়াশোনা করে। তার মধ্যে বেশিরভাগই আবাসিক। আবার সাধারণ পড়ুয়াও আছে। জানুয়ারিতে আবাসিক দশজন ও প্রতিদিনের এগারোজন পড়ুয়ার জন্মমাস পালন করা হয়েছে। প্রস্তুতি চলছে ফেব্রুয়ারির। স্কুলের প্রিন্সিপাল সিদ্ধার্থশঙ্কর মিশ্র বলেন," অনেকেই আবাসিক পড়ুয়া। বাড়ি ও পরিজন ছেড়ে পড়ার জন্য এসেছে। ফলে পারিবারিক একটি ক্ষেত্র গড়ে তোলা ও তাদের জন্মদিন সবার সঙ্গে একত্রিতভাবে পালন করার জন্যেই এই উদ্যোগ।" এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি প্রত্যেককে একটি করে গ্রিটিংস কার্ডও দেওয়া হয়। তাতে পড়ুয়াদের ছবি সহ শুভেচ্ছা বার্তা লেখা থাকছে। যা পেয়ে খুশি পড়ুয়ারাও।
এই উদ্যোগ নিয়ে ওই বেসরকারি স্কুলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিটিংস কার্ড হারিয়ে যেতে বসেছে। এই উদ্যোগের ফলে সেই গ্রিটিংস কার্ডের সঙ্গে পড়ুয়াদেরও ভালো করে পরিচিতি ঘটবে। এইভাবে স্কুলে জন্মদিন বা জন্মমাস পালন হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birthday