Coochbehar News: পঞ্চানন বর্মার জন্মদিনের আগে তাঁর নামঙ্কিত উদ্যান ও মূর্তি অবহেলায় পড়ে, দ্রুত সংস্কারের দাবি

Last Updated:

কোচবিহারের মানুষের হৃদয়ে আছেন পঞ্চানন বর্মা। আগামী ১৩ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। তার আগে তাঁর নামঙ্কিত উদ্যান ও মূর্তি দ্রুত সংস্কারের দাবি এলাকার মানুষের

+
সামনেই

সামনেই আসন্ন মনীষী পঞ্চানন বর্মার জন্ম দিবস!

কোচবিহার: সামনেই পঞ্চানন বর্মার জন্মদিবস। সেই উপলক্ষে একটু একটু করে সেজে উঠছে কোচবিহার। তিনি মাথাভাঙায় জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। রাজবংশীদের মধ্যে তাঁর প্রভাব ও অবদান অবিস্মরণীয়। তাই আগামী ১৩ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠবে মাথাভাঙা সহ গোটা কোচবিহার। কিন্তু তার আগে বেশ ছন্নছাড়া অবস্থায় মাথাভাঙার পঞ্চানন মোড়।
মনীষী পঞ্চানন বর্মার স্মৃতিকে মনে রেখেই মাথাভাঙায় তাঁর নামে রাস্তার নামকরণ করা হয়েছিল।গড়ে উঠেছিল একটি উদ্যান। সেখানে পঞ্চানন বর্মার একটি মূর্তি স্থাপন করা হয়। বর্তমান সেই উদ্যান ও পঞ্চানন বর্মার মূর্তি বেহাল অবস্থায় পড়ে আছে। আর তাই পঞ্চানন বর্মার জন্ম দিবসের আগে রাস্তা ও তাঁর মূর্তি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এলাকার মানুষের অভিযোগ, পঞ্চানন বর্মার নামঙ্কিত উদ্যানটির চারপাশ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা এবং ফেস্টুনে ছেয়ে গিয়েছে। তাঁর জন্মদিবসের আগে এই সমস্ত কিছু পরিষ্কার করে উদ্যান ও মূর্তিকে সংস্কার করার দাবি তোলা হয়েছে। এই উদ্যান টির নাম পঞ্চানন উদ্যান। পঞ্চানন মোড় সংলগ্ন পচাগর পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, "পঞ্চানন বর্মার আসন্ন জন্মদিবস উপলক্ষে উদ্যান ও তাঁর মূর্তির দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। পার্কের চারপাশ থেকে ফেস্টুন ও দলীয় পতাকা সরিয়ে ফেলা হবে। এছাড়াও পঞ্চানন বর্মার মূর্তির সংস্কার করা হবে। এর পাশাপাশি পঞ্চানন বর্মার জন্মদিবসের দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে পঞ্চায়েত দফতরের সামনে।"
advertisement
কোচবিহারের অন্যতম পঞ্চানন বর্মার অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন জানান, "পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় পঞ্চানন বর্মার জন্মস্থান খলিসামারিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হয়েছে। সেখানে বাংলা ও ইংরেজির পঠনপাঠন শুরু হয়ে গেছে। তবে বেশ কিছু বিষয় নিয়ে আরও কিছু আর্থিক অনুদান পেলে অনেকটাই সুবিধা হবে।" এছাড়াও পঞ্চানন মোড় এবং পঞ্চানন উদ্যানের সংস্কারের বিষয় নিয়ে তিনি বিডিও ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: পঞ্চানন বর্মার জন্মদিনের আগে তাঁর নামঙ্কিত উদ্যান ও মূর্তি অবহেলায় পড়ে, দ্রুত সংস্কারের দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement