West Medinipur : পশ্চিম মেদিনীপুরে ফের হাতির আক্রমণে মৃত্যু! সতর্ক করা হল বন দফতরের পক্ষ থেকে

Last Updated:

হাতির হানায় মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে। বনদপ্তরের গাফিলতির অভিযোগ তুলছেন বাসিন্দারা। যদিও মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে সতর্কতা নেওয়া হয়েছে বলে দাবি।

হাতির হানায় মৃত গুরুপদ বেরা
হাতির হানায় মৃত গুরুপদ বেরা
#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরে‌ ফের হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আমলাবনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম গুরুপদ বেরা। বয়স আনুমানিক ৪৭ বছর। পাশাপাশি জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির বাড়ি কুসুমডাঙ্গার দুধীবাঁধি এলাকায়। শুক্রবার গভীর রাতে জঙ্গলরাস্তায় বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে যান, বলে জানা গেছে। শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আনন্দপুর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। বন দফতরের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও, জঙ্গলপথের বাসিন্দাদের চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। গভীর রাতে যাতায়াতের সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে।
এদিকে, এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।বন দফতরের গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে হাতি তার স্বাভাবিক গতিপথেই আছে। ঘটনাটি ঘটেছে, গোদাপিয়াশাল জঙ্গল সংলগ্ন এলাকায়। ওই এলাকায় হাতি আছে বলে ইতিমধ্যে সতর্কও করা হয়েছে। মেদিনীপুর বনবিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী জানিয়েছেন, "রাতে জঙ্গল রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।বনদফতর সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে বারবার। যে সমস্ত এলাকায় হাতি আছে, সেই রাস্তাগুলি রাত্রিবেলা এড়িয়ে চলাই ভালো। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক রাতে ঘটেছে। আমরা সকালেই খবর পেয়েছি। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে,বনদফতরের সাথে সহযোগিতা করে, সকলকে একটু সতর্ক থাকার আবেদন জানাচ্ছি।"
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur : পশ্চিম মেদিনীপুরে ফের হাতির আক্রমণে মৃত্যু! সতর্ক করা হল বন দফতরের পক্ষ থেকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement