Paschim Medinipur: চিকিৎসক হয়ে গ্রামে ফিরেই মানুষদের জন্য বিনা পয়সার ক্লিনিক খুললেন যুবক!
Last Updated:
মেদিনীপুর সদর ব্লকের পাইকারপুর গ্রামে চিকিৎসক ডাঃ সন্তু বাসুলীর উদ্যোগে এবং পাইকারাপুর মিলন সংঘ ক্লাবের সহযোগিতায় রবিবার পরিবেশ দিবসের সকালে মিলন সংঘ প্রাঙ্গনে শুরু হল বিনে পয়সার ক্লিনিক।
মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের পাইকারপুর গ্রামে চিকিৎসক ডাঃ সন্তু বাসুলীর উদ্যোগে এবং পাইকারাপুর মিলন সংঘ ক্লাবের সহযোগিতায় রবিবার পরিবেশ দিবসের সকালে মিলন সংঘ প্রাঙ্গনে শুরু হল বিনে পয়সার ক্লিনিক। এখন থেকে প্রতি রবিবার এই ক্লিনিকে বিনামূল্যে রোগী দেখবেন তরুণ চিকিৎসক ডাঃ সন্তু বাসুলী। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের এই প্রাক্তনী ২০২০ সালে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এখন তিনি এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এদিন ক্লিনিক শুরুর দিন ডাঃ সন্ত বাসুলীকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন তাঁর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। উপস্থিত ছিলেন সন্তু বাসুলীর বাবা গোবিন্দ বাসুলী, ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আশীষ বাগ, প্রসেনজিৎ দন্ডপাট, স্বরূপ বাসুলী, রাজেশ ভূঞ্যা প্রমুখ। প্রথমদিন চিকিৎসাকরাতে উপস্থিত হয়েছিলেন ১৮ জন রোগী।
চারাগাছ ও ফুলের স্তবক দিয়ে নিজেদের স্কুলের কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। তিনি তাঁর ছাত্রের এই প্রয়াসকে সাধুবাদ জানান। সন্তানের এই উদ্যোগে খুশি সন্তু বাবুর বাবা গোবিন্দ বাসুলি ও মা নমিতা বাসুলী। এলাকার কৃতি ছাত্রের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ কেশপুরে দুয়ারে রেশন দিতে গিয়ে বিপাকে রেশন ডিলার
ডাঃ সন্তু বাসুলি বলেন, সপ্তাহে একদিন গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে পারলে আমার পরম সৌভাগ্য হবে। কারণ গ্রামের অধিকাংশ মানুষের চিকিৎসার প্রকৃত পরিষেবা পান না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IIT খড়গপুর RuTAG প্রকল্পের অধীনে এক NGO-কে স্থানান্তর করল IIT তে তৈরি ৫ টি মেশিন
তাই সেই সব গ্রামের মানুষদের সপ্তাহে একদিন বিনা পয়সায় চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার স্কুল শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ডাঃ সন্তু বাসুলির এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি এবং আপ্লুত।
Partha Mukherjee
Location :
First Published :
June 07, 2022 2:32 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: চিকিৎসক হয়ে গ্রামে ফিরেই মানুষদের জন্য বিনা পয়সার ক্লিনিক খুললেন যুবক!