মর্মান্তিকভাবে খুনের অভিযোগ! ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন সাংসদ ইউসুফ পাঠান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারে সঙ্গে দেখা করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান৷
বহরমপুর: ঝাড়খণ্ডে মৃত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক৷ জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ৷ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কুমারপুর সুজাপুর গ্রাম পঞ্চায়েত তাতলা পাড়ার আলাই শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজে যান৷ আলাউদ্দিন শেখের পরিবারের অভিযোগ বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডের কিছু ব্যক্তি তাকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে৷ রবিবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারে সঙ্গে দেখা করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান৷
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার৷ রবিবার সকালেই মৃত আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন সাংসদ ইউসুফ পাঠান৷ প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ অভিযোগ ওই শ্রমিককে বাংলাদেশি সন্দেহে নির্মম ভাবে অত্যাচার করার পর খুন করা হয়৷ এই মৃত্যুর ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হেমন্ত আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ঝাড়খণ্ড পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদে সাংবাদিক নিগ্রহ ও রাস্তা অবরোধের ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতদের আজ বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হবে বলেই জানা গিয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 7:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মর্মান্তিকভাবে খুনের অভিযোগ! ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন সাংসদ ইউসুফ পাঠান









