Astrology: ৪৮ ঘণ্টা পরেই ধামাকা! একই রাশিতে পাঁচ গ্রহের মিলন, শুভ যোগে খুলে যাবে ৪ রাশির সৌভাগ্যের বন্ধ দরজা, শুরু হবে গোল্ডেন টাইম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Panchagrahai Yog Rashifal :১৯ জানুয়ারি ২০২৬ তারিখে মকর রাশিতে গ্রহদের এক মহামিলন ঘটতে চলেছে। শনির রাশিতে এক-দু’টি নয়, বরং পাঁচটি গ্রহ একসঙ্গে অবস্থান করবে। ১৭ জানুয়ারি বুধ গোচর করে মকর রাশিতে প্রবেশ করবে এবং ১৮ জানুয়ারি মকর রাশিতে চন্দ্রের গোচর হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে পঞ্চগ্রহী যোগ৷ অর্থ সংক্রান্ত বিষয়গুলি মিটে যাবে এবং ফলাফল আপনার পক্ষেই আসবে। বিনিয়োগ করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )











