Safety Pin: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending GK: এই পিন থেকে সকলকে সেফ রাখে উপরের ঢাকনা বা টুপিটি৷ তাহলে নীচের প্যাঁচ? ছোট্ট গোল ফুটোর মতো অংশটির কি কোনও কাজই নেই? রয়েছেই বা কেন তবে? সেফটি পিনের সুক্ষ্ম প্যাঁচে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিচের গোলাকার স্প্রিং (The Spring):পিনের নিচের দিকে তারকে বাঁকিয়ে একটি গোলাকার কুণ্ডলি বা কয়েল তৈরি করা হয়। অনেকেই এটাকে শুধু ডিজাইন ভাবেন, কিন্তু আসলে এটি একটি স্প্রিংয়ের কাজ করে। এই স্প্রিং পিনে ‘টেনশন’ তৈরি করে, যার ফলে পিনের সূচালো মাথাটি উপরের খাঁজে শক্তভাবে আটকে থাকে এবং যতক্ষণ না জোর দিয়ে খোলা হয়, ততক্ষণ তা সেখানেই আটকে থাকে। যদি এই টেনশন না থাকত, তাহলে পিন বারবার খুলে যেত এবং কাউকে আঘাত করতে পারত।
advertisement







