Indian Railways: নন্দীগ্রাম পাচ্ছে নতুন রেললাইন...ভোটের আগে রেলমন্ত্রীর দেওয়া সুসংবাদ জানালেন শুভেন্দু অধিকারী, তালিকায় আরও ১১ জায়গা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, নতুন রেলপথের প্রকল্পকে অতি দ্রুততার সহিত কাজ সম্পন্ন করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখিত ভাবে জানিয়ে ছিলাম। ‘‘রায়গঞ্জ - ডালখোলা" এবং রায়গঞ্জ - ইটাহার - গাজল" নতুন রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে জানাই অংসখ্য ধন্যবাদ।
কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর চিঠি উদ্ধৃত করে বিরোধী দলনেতা জানালেন, তাঁর পূর্ববর্তী আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার বাংলার বুকে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পে হাত দিচ্ছে ভারতীয় রেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “বঙ্গবাসীদের সাথে এই সুসংবাদ ভাগ করে নিতে পারে আমি অত্যন্ত আনন্দিত যে, রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আমার পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নতুন রেললাইন প্রকল্পগুলির নির্মাণ শুরু করার অনুমতি দিয়েছেন।”
পশ্চিমবঙ্গে নিম্নলিখিত নতুন রেল লাইন প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এই প্রকল্পগুলি হল:-
advertisement
কাঁথি – এগরা নতুন রেল লাইন
নন্দকুমার – বলাইপন্ডা নতুন রেল লাইন
নন্দীগ্রাম – কেন্দামারি (নয়াচর) নতুন রেল লাইন
advertisement
বোয়াইচণ্ডী – আরামবাগ এবং বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন
বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া হুড়া হয়ে নতুন রেল লাইন
রায়গঞ্জ – ডালখোলা এবং ‘রায়গঞ্জ – ইটাহার গাজল
এছাড়া, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক নয়া রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
advertisement
রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, নতুন রেলপথের প্রকল্পকে অতি দ্রুততার সহিত কাজ সম্পন্ন করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখিত ভাবে জানিয়ে ছিলাম। ‘‘রায়গঞ্জ – ডালখোলা” এবং রায়গঞ্জ – ইটাহার – গাজল” নতুন রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে জানাই অংসখ্য ধন্যবাদ।
প্রসঙ্গত, চলতি মাসেই বাংলায় একাধিক রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একাধিক নয়া ট্রেন চালু করা হয়েছে। বন্দেভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন আছে এই তালিকায়। আগামী মাসের শুরুতেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে বাংলার বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রেল সংক্রান্ত একাধিক ঘোষণা হতে পারে বাংলা কেন্দ্রিক। সব মিলিয়ে রেলকে কেন্দ্র করে নানা বিষয় হাতে নিচ্ছে কেন্দ্র।
Location :
West Bengal
First Published :
Jan 28, 2026 9:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: নন্দীগ্রাম পাচ্ছে নতুন রেললাইন...ভোটের আগে রেলমন্ত্রীর দেওয়া সুসংবাদ জানালেন শুভেন্দু অধিকারী, তালিকায় আরও ১১ জায়গা










