East Bardhaman News: পূর্বস্থলীতে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চালক সহ ৪
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
East Bardhaman News: এদিন একটি চারচাকা গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত একাধিক।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ পূর্বস্থলীতে মর্মান্তিক দুর্ঘটনা। চারচাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক সহ মোট চারজন। বুধবার পূর্বস্থলী ১ ব্লকের হেমায়েতপুর অটো স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, এদিন নবদ্বীপ দিক থেকে হেমায়েতপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ওই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় চারচাকা গাড়ির চালক সহ মোট চারজন গুরুতরভাবে আহত হন।
আরও পড়ুনঃ খদ্দের সেজে দুষ্কৃতীদের হানা! দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ছিনতাই, লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারচাকার সঙ্গে লরির সংঘর্ষের ফলে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
advertisement
advertisement
ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এদিকে এলাকাবাসীদের দাবি, ওই রাস্তায় প্রায়ই ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের কাছে তাঁরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 28, 2026 9:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: পূর্বস্থলীতে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চালক সহ ৪








