মদ্যপ অবস্থায় বেগালাম ড্রাইভিং! একের পর এক গাড়িতে ধাক্কা, গ্রেফতার ভারতীয় ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Former Indian Cricketer Arrested: মঙ্গলবার গভীর রাতে গুজরাতের ভদোদরায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় নিজের বিলাসবহুল এসইউভি চালাতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গুজরাতের ভদোদরায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় নিজের বিলাসবহুল এসইউভি চালাতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর তাঁকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টা ৩০ মিনিটে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে এই দুর্ঘটনা ঘটে। জ্যাকব মার্টিন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে সজোরে ধাক্কা দেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়।
advertisement

advertisement
ঘটনার পর আকোটা থানায় মার্টিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাঁর এমজি হেক্টর গাড়িটি বাজেয়াপ্ত করেছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। ২০১১ সালে মানব পাচারের অভিযোগে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
advertisement
জ্যাকব মার্টিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব বেশি সফল ছিল না। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। মোট ১০টি ওয়ানডে ম্যাচে তিনি মাত্র ১৫৮ রান করতে সক্ষম হন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তিনি ১৩৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৯,১৯২ রান এবং ১০১টি লিস্ট এ ম্যাচে ২,৯৪৮ রান করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 9:36 AM IST











