IND vs NZ: একসঙ্গে দলে একগুচ্ছ বদল! চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের একাদশে মেগা চমক গম্ভীরের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 4th T20: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজে পরপর ৩টি ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া।
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। রবিবার গুয়াহাটিতে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংসের প্রথম বলেই তিনি গোল্ডেন ডাক করে আউট হন। ম্যাট হেনরির করা প্রথম বলেই স্যামসন প্যাভিলিয়নে ফিরে যান, যা ভারতের শুরুতেই বড় ধাক্কা হিসেবে ধরা হয়।
advertisement
এই সিরিজে স্যামসনের ফর্ম মোটেও ভালো নয়। প্রথম টি-টোয়েন্টিতে তিনি করেন ৭ বলে ১০ রান এবং দ্বিতীয় ম্যাচে ৫ বলে মাত্র ৬ রান। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হয়েও চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে তাঁকে একাদশের বাইরে রাখা হতে পারে।
advertisement
advertisement
advertisement
এদিকে, তিলক বর্মা শেষ দুটি ম্যাচের জন্য অনুপস্থিত থাকায় শ্রেয়স আইয়ার দলে রয়েছেন। তাকে খেলানো হয় কিনা সেটাও দেখার বিষয়। আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংসের হয়ে ৬০০-র বেশি রান করা আইয়ার অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেতে পারেন। আইয়ারকে গম্ভীর খেলাল বড় চমক হতে পারে। কারণ টি-২০ বিশ্বকাপের দলে নেই আইয়ার।
advertisement
পাশাপাশি, চোট কাটিয়ে অক্ষর প্যাটেল চতুর্থ ম্যাচে ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। স্পিন-বোলিং অলরাউন্ডার এবং ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল সিরিজের প্রথম ম্যাচে বোলিং করার সময় আঙুলে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। তবে বুধবারের চতুর্থ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
advertisement
advertisement






