টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হলেই চাকরি যাবে গম্ভীরের? নতুন কোচ কে হবে? জানিয়ে দিলেন প্রাক্তন তারকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: আসন্ন আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ যদি ভারত শিরোপা ধরে রাখতে না পারে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-র উচিত গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বড় মন্তব্য করেছেন। তাঁর মতে, আসন্ন আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ যদি ভারত শিরোপা ধরে রাখতে না পারে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-র উচিত গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া। উল্লেখ্য, এই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে এবং বর্তমানে ভারত বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল হওয়ায় তাদের অন্যতম ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে।
advertisement
গৌতম গম্ভীর ২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তাঁর কোচিংয়ে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো পারফরম্যান্স করেছে। তবে টেস্ট ক্রিকেটে এবং সাম্প্রতিক ওয়ানডে সিরিজে দলের খারাপ ফলাফলের কারণে তাঁর কোচিং ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, সব ফরম্যাটে ধারাবাহিক সাফল্য না এলে গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে।
advertisement
InsideSport-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন,"টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা গম্ভীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিসিসিআই সচিব যদিও বলেছেন গম্ভীর ২০২৭ পর্যন্ত নিজের চুক্তি পূরণ করবেন, তবুও বিশ্বকাপে ব্যর্থ হলে বোর্ড বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে গম্ভীরকে সরানো ছাড়া বিসিসিআই-এর আর কোনো পথ থাকবে না।"
advertisement
advertisement
তিওয়ারির মতে, ভিভিএস লক্ষ্মণ একজন শান্ত, বিচক্ষণ এবং অভিজ্ঞ কোচ। তাঁর জয়ের হারও যথেষ্ট ভালো। তাই ভবিষ্যতে যদি কোচ পরিবর্তনের প্রয়োজন হয়, বিসিসিআই-এর উচিত লক্ষ্মণকে এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি করানো। এখন দেখার বিষয়, আসন্ন বিশ্বকাপে ভারত কতটা সফল হয় এবং তার ভিত্তিতেই গম্ভীরের ভবিষ্যৎ নির্ধারিত হবে।







