advertisement

Rahul Gandhi: উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ‘গামোসা’ পরেননি রাহুল! রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের পরেই বিতর্ক কংগ্রেস নেতা

Last Updated:

Rahul Gandhi: রাষ্ট্রপতি ভবনের ‘অ্যাট হোম রিসেপসনে’ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর দেওয়া উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী উত্তরীয় ‘গামোসা’ পরেননি রাহুল গান্ধি৷

উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ‘গামোসা’ পরেননি রাহুল! রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের পরেই বিতর্ক কংগ্রেস নেতা
উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ‘গামোসা’ পরেননি রাহুল! রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের পরেই বিতর্ক কংগ্রেস নেতা
নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের ‘অ্যাট হোম রিসেপসনে’ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর দেওয়া উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী উত্তরীয় ‘গামোসা’ পরেননি রাহুল গান্ধি৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরই বিতর্ক কংগ্রেস নেতাকে ঘিরে৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূত-সহ উপস্থিত সমস্ত অতিথিকেই দেওয়া হয়েছিল উত্তর-পূর্বের ঐতিহ্যবাহী ‘গামোসা’৷ কিন্তু রাহুলই নাকি একমাত্র ব্যক্তি যাঁকে ‘গামোসা’ পরতে দেখা যায়নি, এমনই অভিযোগ বিজেপির৷
সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি রাহুল গান্ধীকে দু’বার পাটকা পরতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। অনুষ্ঠানে রাহুলের বেশ কিছু ছবি থেকেই বিতর্ক আরও বেড়েছে৷ সূত্রের দাবি, রাহুল গান্ধী গামোসাটি নিয়েছিলেন, কিন্তু হাতে ধরে রাখেন এবং পরেননি।
advertisement
advertisement
রাহুলের পাশেই ঐতিহ্যবাহী উত্তরীয় গলায় দেখা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে৷ ছবিতেও তা ধরা পড়েছে স্পষ্ট৷ যদিও বিজেপির অভিযোগকে অস্বীকার করেছে কংগ্রেস৷ কংগ্রেস সাংসদ মানিকম টেগোর এই পুরো বিষয়টিকে বিজেপির “ভুয়ো নাটক (Fake Drama)” বলে কটাক্ষ করেন৷ তিনি বলেন, রাহুল গান্ধী যে উত্তর-পূর্ব ভারতকে কতটা ভালোবাসেন, তা সবাই জানেন।
অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধির তৃতীয় বসার আসবন নিয়ে বিজেপি নেতৃত্বকে তোপ দেগেছে কংগ্রেস৷
advertisement
মানিকম টেগোর বলেন, “রাহুল গান্ধী উত্তর-পূর্ব ভারতে ভারত জোড়ো যাত্রা করেছিলেন এবং ‘ঘৃণার দোকান’ বন্ধ করতে চান। রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে এ ধরনের ভিত্তিহীন গল্প ছড়ানো ও শিশুসুলভ কথা বলা ভুল। ওরা (বিজেপি) রাষ্ট্রপতি ভবনকে বিজেপি অফিসে পরিণত করতে চায়। সবাই জানে, এগুলো মিথ্যা অভিযোগ। রাষ্ট্রপতি ভবনকে নিয়ে এভাবে রাজনীতি করা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন।”
advertisement
কংগ্রেসের অভিযোগ, প্রোটোকল ভেঙে বিরোধী নেতাকে তৃতীয় সারিতে বসার ব্যবস্থা করেছে মোদি সরকার৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘দেশের বিরোধী নেতাদের সঙ্গে এই ব্যবহার কি প্রোটোকল, প্রথা, শালীনতার সঙ্গে যায়? হীনন্মন্যতা থেকে হতাশা তৈরি হয়েছে এই সরকারের।’
advertisement
উল্লেখ্য, গত মাসে কংগ্রেস অভিযোগ করেছিল যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আয়োজিত রাষ্ট্রপতি ভবনের ‘অ্যাট হোম রিসেপশন’-এ রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেসের দাবি ছিল, কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতার প্রতি প্রাপ্য রাজনৈতিক সৌজন্য দেখানো হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ‘গামোসা’ পরেননি রাহুল! রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের পরেই বিতর্ক কংগ্রেস নেতা
Next Article
advertisement
Anandapur Fire Tragedy: প্রায় ১৯ ঘণ্টা পার, আনন্দপুরের 'জতুগৃহে' এখনও ধিকিধিকি আগুন, 'কুলিং প্রসেস' শেষ হলে ফরেনসিক পরীক্ষা
প্রায় ১৯ ঘণ্টা পার, আনন্দপুরের 'জতুগৃহে' এখনও ধিকিধিকি আগুন,'কুলিং প্রসেস' শেষ হলে ফরেনসিক
  • আনন্দপুরের গোডাউনে এখনও ধিকিধিকি আগুন

  • 'কুলিং প্রসেস' শেষ হলে ফরেনসিক পরীক্ষা

  • আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দগ্ধ দেহাংশের হদিশ মিলেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement