Health: শরীরের কোন কোন অংশ সবচেয়ে বেশি নোংরা জানেন? সাবান মেখে স্নানের পরেও জমছে ময়লা! বাসা বাঁধতে পারে রোগ, খুব সাবধান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Dirtiest Body Parts: স্নান শরীরকে করে নির্মল ও সতেজ রাখে৷ স্নানের মাধ্যমে দূর হয় শরীরের জমে থাকা ময়লা৷ বেশিরভাগজনের এমনটাই ধারণা৷ কিন্তু ডার্মাটোলজিস্টরা এ বিষয়ে একেবারে ভিন্ন মত পোষণ করেন৷
advertisement
ডার্মাটোলজিস্টরা জানাচ্ছেন, স্নান করলেই পরিষ্কার হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ, এমন ধারণা সম্পূর্ণ ভুল৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভালভাবে স্নানের পরেও নোংরা থেকে থেকে যায় দেহের বিভিন্ন অঙ্গ৷ দেহের বেশ কিছু অঙ্গ বেশিরভাগক্ষেত্রেই স্নানের সময় ভুলে পরিষ্কার করছেন না অনেকে৷ এর ফলে বেড়ে যাচ্ছে সংক্রমণের ঝুঁকি৷
advertisement
advertisement
advertisement
কানের পেছনের অংশ: সাধারণত মুখ ও চুল সকলেই ভালভাবে ধুয়ে নেন৷ কিন্তু কানের পেছনের অংশটি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। এখানে সেবেসিয়াস গ্রন্থি থাকে, যা থেকে সিবাম নিঃসৃত হয়। এই তেল ঘাম ও ধুলোর সঙ্গে মিশে একটি আঠালো স্তর তৈরি করে, যেখান থেকে অদ্ভুত গন্ধ আসতে পারে। তাই প্রতিদিন সাবান ও জল দিয়ে এই অংশ পরিষ্কার করা খুবই জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
পায়ের আঙুলের ফাঁক: স্নানের সময় পায়ে জল সকলেই ঢালেন, ফলে আঙুলের ফাঁকেও জল পৌঁছায়৷ কিন্তু আঙুলের ফাঁকে ভালভাবে ঘষে পরিষ্কার হয় না বেশিরভাগ সময়৷ আঙুলের মাঝখানের এই অংশটি আর্দ্রতা ও ঘামের কারণে অ্যাথলিটস ফুট বা ফাঙ্গাল সংক্রমণের কেন্দ্র হয়ে উঠতে পারে। স্নানের পর এই অংশ শুকানোও ধোয়ার মতোই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement








