Purulia News: পুরুলিয়ায় চলছে সৃষ্টিশ্রী মেলা! রাজ্য সরকারের সহায়তায় স্বনির্ভর হচ্ছেন পিছিয়ে পড়া মহিলারা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Srishtishree Mela: পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। পুরুলিয়া জেলায় চলছে সৃষ্টিশ্রী মেলা। জিইএল চার্চ ময়দানে এই মেলা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সৃষ্টিশ্রী মেলা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। প্রান্তিক এলাকার মহিলাদের স্বনির্ভর ও স্বাবলম্বী করার লক্ষ্যে পুরুলিয়া জেলায় চলছে সৃষ্টিশ্রী মেলা। পুরুলিয়া শহরের জিইএল চার্চ ময়দানে এই মেলা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সৃষ্টিশ্রী মেলা। প্রত্যেকদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে এই মেলা।
জেলার বিভিন্ন প্রান্তের মাহিলা গোষ্ঠী বা স্বনির্ভর দলের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ও খাদ্য সামগ্রী থাকছে এই মেলায়। এবছর মোট ৫০টি স্টল এবং মেলা প্রাঙ্গণের ঠিক বাইরে ৬টি ফাস্ট ফুড স্টল রয়েছে। জেলার বিভিন্ন জায়গার পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের হাতের তৈরি জিনিসপত্রের স্টলও রয়েছে। এই জেলার পাশাপাশি নদিয়া এবং বীরভূমেরও দুটি স্টল রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ছুটি শেষে সীমান্তের ডিউটিতে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান, প্রজাতন্ত্র দিবসে বীর সেনাকে হারিয়ে কাঁদছে সোনামুখী
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলার আগমন হয়েছে এই মেলায়। নিজেদের হাতের তৈরি কাজ তুলে ধরতে সক্ষম হচ্ছেন তারা। আগে তাদের তৈরি জিনিস বিক্রির কোনও মঞ্চ ছিল না। এখন তারা সেই মঞ্চ পেয়েছে। এতে তাদের রোজগারের রাস্তা তৈরি হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা পুষ্পবতী মাহাতো বলেন, আগের তুলনায় তারা অনেকটাই স্বনির্ভর হওয়ার পথ খুঁজে পেয়েছেন। তাদের হাতে তৈরির বিভিন্ন সামগ্রী সকলের কাছে তারা পৌঁছে দিচ্ছেন। এতে তাদের অনেকটাই উপকার হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মেলার মধ্য দিয়ে জেলার স্বনির্ভর দলের মহিলা-সহ আদিবাসী মহিলারা বিশেষ ভাবে স্বাবলম্বী হওয়ার দিশা খুঁজে পাচ্ছেন তাদের নিজস্ব পরিচিতি তৈরি হচ্ছে। রোজগারের বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। যা আগামী দিনে তাদের অনেকটাই উপকারে আসবে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 27, 2026 3:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় চলছে সৃষ্টিশ্রী মেলা! রাজ্য সরকারের সহায়তায় স্বনির্ভর হচ্ছেন পিছিয়ে পড়া মহিলারা









