Jhargram News: ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jhargram Bike Showroom Fire: ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির সংলগ্ন পুরাতন ঝাড়গ্রাম এলাকায় একটি বাইকের শোরুমের উপর তলায় আচমকাই আগুন লাগে যায়।
ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির সংলগ্ন পুরাতন ঝাড়গ্রাম এলাকায় একটি বাইকের শোরুমের উপর তলায় আচমকাই আগুন লাগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।
আরও পড়ুনঃ ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম টোটো চালক, সড়ক দুর্ঘটনার জেরে রণক্ষেত্র কাঁকসার পানাগড় বাজার, জাতীয় সড়ক ঘিরে অবরোধ
দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে বাইকের শোরুমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার জেরে প্রচুর টাকার ক্ষতি হয়েছে মালিকের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মশা মারার ধূপ থেকে সাংঘাতিক সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল দোকান, কাঁকসায় অগ্নিদগ্ধ মহিলা
দমকল আধিকারিকরা জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে শোরুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহত কিংবা আহতের খবর নেই।
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 27, 2026 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি









