advertisement

Army Death: ছুটি শেষে সীমান্তের ডিউটিতে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান, প্রজাতন্ত্র দিবসে বীর সেনাকে হারিয়ে কাঁদছে সোনামুখী

Last Updated:

Bankura Army Death: প্রজাতন্ত্র দিবসের আনন্দের মধ্যেই গভীর শোকের ছায়া বাঁকুড়ায়। বাড়িতে ছুটি কাটিয়ে লাদাখে ডিউটিতে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের। মঙ্গলবার মৃতদেহ সোনামুখীতে পৌঁছনোর কথা রয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান
পথ দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রজাতন্ত্র দিবসের আনন্দের মধ্যেই গভীর শোকের ছায়া নেমে এল বাঁকুড়া জেলায়। দেশের সুরক্ষায় নিয়োজিত এক সেনা জওয়ানের জীবন থেমে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত তিউড়া গ্রামের বাসিন্দা মানস মণ্ডল, যিনি ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং লাদাখে পোস্টিং ছিল তাঁর। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই প্রাণ হারালেন। মঙ্গলবার তাঁর মৃতদেহ সোনামুখীতে পৌঁছনোর কথা রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কে। বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মানস মণ্ডল। সেখান থেকে বিমান ধরে লাদাখে ফেরার কথা ছিল তাঁর। পথে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িতে থাকা চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ।
advertisement
advertisement
নিহত সেনা মানস মণ্ডল
নিহত সেনা মানস মণ্ডল
আহতদের তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেনা জওয়ান মানস মণ্ডলের মৃত্যু হয়। জানা গিয়েছে, দেড় মাসের ছুটি কাটিয়ে তিনি ফের দেশের সীমান্তে নিজের দায়িত্ব পালনে ফিরছিলেন। প্রজাতন্ত্র দিবসের দিনেই দেশের এক সেনার এমন অকালপ্রয়াণ আরও বেদনাদায়ক করে তুলেছে ঘটনাটিকে। স্ত্রী ও সন্তানের সামনেই নিভে গেল এক সেনার জীবনপ্রদীপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় তিউড়া গ্রাম ও সোনামুখী এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ। মঙ্গলবার মৃতদেহ গ্রামে পৌঁছনোর খবরে আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের চোখে জল। দেশের পতাকা যাঁর বুকের সবচেয়ে কাছের ছিল, সেই সেনা জওয়ানের বিদায়ে আজ কাঁদছে বাঁকুড়া। প্রজাতন্ত্র দিবসে জাতি যখন সেনাদের বীরত্বকে শ্রদ্ধা জানাচ্ছে, তখন মানস মণ্ডলের এই মৃত্যু দেশের কাছে রেখে গেল গভীর শোক ও নীরব সম্মানের বার্তা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Army Death: ছুটি শেষে সীমান্তের ডিউটিতে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান, প্রজাতন্ত্র দিবসে বীর সেনাকে হারিয়ে কাঁদছে সোনামুখী
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement