Siliguri News: ক্যানসার ইউনিট থেকে শূন্যপদে চিকিৎসক নিয়োগ! উত্তরবঙ্গ মেডিক্যাল নিয়ে একাধিক সুখবর, পাল্টে যাচ্ছে চেহারা
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Siliguri News: গত কয়েক বছরে উত্তরবঙ্গ মেডিক্যালের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার তাতে আরও কিছু সংযোজন হতে চলেছে।
শিলিগুড়ি, পার্থ প্রতিম সরকারঃ পাল্টে যেতে চলেছে উত্তরবঙ্গ মেডিক্যালের চেহারা! ২৫০ কোটি টাকায় গত কয়েক বছরে এখানকার স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার তাতে আরও কিছু সংযোজন হতে চলেছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর জানালেন গৌতম দেব।
গত ২ বছরে ২৫০ কোটি টাকা খরচে উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসা পরিকাঠামোর ব্যাপক মানোন্নয়ন করা হয়েছে। এবার নতুন করে আরও বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল, ডাক্তারি পড়ুয়ার আসন সংখ্যা বৃদ্ধি। এতদিন এই আসন সংখ্যা ছিল ২০০। তবে এবার তা বাড়িয়ে ২৫০ করা হবে।
আরও পড়ুনঃ নদী দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের দিন শেষ! ৬২ লক্ষ খরচে ফাঁসিদেওয়ায় নতুন সেতু, আহ্লাদে আটখানা স্থানীয়রা
সেই সঙ্গেই খুব শীঘ্রই চালু করা হবে ক্যানসার চিকিৎসার ওপিডি। একইসঙ্গে ক্যানসার ইউনিটও দ্রুত খোলা হবে। কাজ প্রায় শেষের দিকে। এছাড়া যেসব বিভাগে চিকিৎসক কম রয়েছে, সেখানেও দ্রুত শূন্যপদ মেটানো হবে। উত্তরবঙ্গ মেডিক্যালের নিউরো সার্জারি বিভাগেও চিকিৎসক আসছেন।
advertisement
advertisement
এগুলির পাশাপাশি ছাত্রী পড়ুয়াদের জন্য নতুন করে হস্টেল তৈরির সঙ্গেই সুপার স্পেশালিটি ওয়ার্ডের পরিকাঠামো বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর একথা জানান গৌতম দেব। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এন এস নিগমও ছিলেন।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Jan 29, 2026 8:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ক্যানসার ইউনিট থেকে শূন্যপদে চিকিৎসক নিয়োগ! উত্তরবঙ্গ মেডিক্যাল নিয়ে একাধিক সুখবর, পাল্টে যাচ্ছে চেহারা










