Darjeeling News: নদী দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের দিন শেষ! ৬২ লক্ষ খরচে ফাঁসিদেওয়ায় নতুন সেতু, আহ্লাদে আটখানা স্থানীয়রা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Darjeeling News: ৬২ লক্ষ টাকায় এই সেতুর কাজের শিলান্যাস হল। দীর্ঘদিনের দুর্ভোগ দূর হতে চলায় খুশি স্থানীয়রা।
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ নদীর জলস্রোতে ভেঙে গিয়েছিল রাস্তা। ফলে নদী দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হত গ্রামবাসীদের। তবে এবার সেই দুর্ভোগ দূর হতে চলেছে। ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকায় নদীতে তৈরি হচ্ছে সেতু। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
২০২৪ সালের ৩০ জুনের রাতভর প্রবল বৃষ্টিতে সেতুর সংযোগকারী রাস্তা ভেঙে গিয়ে দুর্ভোগের ছবি দেখা যায় ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগানের টুনা নদীতে। গঙ্গারাম বাজার ঢোকার মুখেই গ্রামের যাতায়াতের একটিমাত্র রাস্তা ভেঙে বন্ধ হয়ে যায় যোগাযোগ। কোনোক্রমে নদী দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করে দিন গুজরান করতেন স্কুল পড়ুয়া সহ বাসিন্দারা।
আরও পড়ুনঃ ৩৫০ বছরের ঐতিহ্যে ভীমের আরাধনা! নন্দকুমারের জাগ্রত ভীমপুজো ঘিরে রয়েছে একাধিক কাহিনী, প্রতি বছর ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত
এদিকে বাজার সহ ৭টি গ্রামের ভরসা এই রাস্তা। রাস্তা ভাঙায় ঘুরপথে ১২ কিলোমিটার পথ যাতায়াতও সমস্যার। এই অবস্থায় উদ্যোগী হয় শিলিগুড়ি মহকুমা পরিষদ। WBSRDA-র উদ্যোগে ও মহকুমা পরিষদের সহযোগিতায় ৬২ লক্ষ টাকায় সেতুর কাজের শিলান্যাস হল।
advertisement
advertisement
ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকায় সেতুর কাজের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কুমুদিনী বরাইক ঘোষ, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা ও ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান জন রাজন কিন্ডো। আদিবাসী সম্প্রদায়ের বসবাস এলাকায় সেতু পেয়ে খুশি স্থানীয়রা। অন্যদিকে গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি। জানা যাচ্ছে, ১২৫ মিটার এই সেতু হলে সেতুর ২ পাড়ের ৮ গ্রামের যোগাযোগ উন্নত হবে।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Jan 29, 2026 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: নদী দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের দিন শেষ! ৬২ লক্ষ খরচে ফাঁসিদেওয়ায় নতুন সেতু, আহ্লাদে আটখানা স্থানীয়রা







