Netaji Subhas Chandra Bose: সালটা ১৯৩৯! নেতাজি মুগ্ধ হয়েছিলেন পুরুলিয়ার নিষ্পাপ খুদের সম্মাননায়, ২৩ জানুয়ারির আগে জানুন অজানা সেই ইতিহাস

Last Updated:

Purulia News Netaji Subhas Chandra Bose: ২৩ জানুয়ারির আগে সেজে উঠছে কাশীপুরের সেন পরিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের পাশাপাশি স্বর্গীয়া রেনুকাবালা সেনের স্মৃতিতে প্রাণবন্ত হয়ে উঠবে পরিবারের সদস্যরা এবং কাশীপুরবাসী।

+
কাশীপুরের

কাশীপুরের সেন পরিবারের স্মরণীয় ২৩ জানুয়ারি

পুরুলিয়া, শান্তনু দাস: ২৩ জানুয়ারি এলেই পুরুলিয়া জেলার কাশীপুরের সেন পরিবারে আবেগের এক অন্যরকম ঢেউ বয়ে আসে। এই দিনটি তাঁদের কাছে কেবলমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নয়, এটি স্মৃতি, গর্ব এবং গভীর বেদনার সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ অধ্যায়।
১৯৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কাশীপুরে একটি সভায় যোগ দিতে এসেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তে সেন পরিবারের প্রয়াত সদস্যা রেনুকাবালা সেন, তখন মাত্র ন’বছরের এক শিশু, নিজের হাতে নেতাজিকে মালা পরিয়ে সম্মান জানান। শিশুটির নিষ্পাপ সরলতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে নেতাজি তাঁকে স্নেহভরে নিজের কন্যার মতো আপন করে নিয়েছিলেন। সেই অল্প সময়ের সাক্ষাৎ আজও সেন পরিবারের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেছে।
advertisement
advertisement
এই স্মৃতির টানেই প্রতি বছর ২৩ জানুয়ারি এলেই স্বর্গীয়া রেনুকাবালা সেনের পুত্র মোহন সেন-সহ গোটা সেন পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়েন। গর্বের সঙ্গে সঙ্গে তাঁদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে, মনে পড়ে যায় অতীতের সেই সোনালি দিন, যখন ইতিহাসের এক মহানায়কের সঙ্গে তাঁদের পরিবারের এক আত্মিক বন্ধন গড়ে উঠেছিল। নেতাজির সঙ্গে সেন পরিবারের এই সম্পর্ক ইতিহাসের পাতায় যেমন উজ্জ্বল, তেমনই তাঁদের হৃদয়ে তা চিরস্মরণীয় হয়ে রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই ২৩ জানুয়ারির আগে সেজে উঠছে কাশীপুরের সেন পরিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের পাশাপাশি স্বর্গীয়া রেনুকাবালা সেনের স্মৃতিতে প্রাণবন্ত হয়ে উঠবে পরিবারের সদস্যরা এবং কাশীপুরবাসী। স্মৃতি, শ্রদ্ধা আর দেশপ্রেমে ভর করে এই দিনটি তাদের কাছে হয়ে উঠবে এক অনন্য আবেগের উৎসব।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Netaji Subhas Chandra Bose: সালটা ১৯৩৯! নেতাজি মুগ্ধ হয়েছিলেন পুরুলিয়ার নিষ্পাপ খুদের সম্মাননায়, ২৩ জানুয়ারির আগে জানুন অজানা সেই ইতিহাস
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement