Indian Railways: রেল যাত্রীদের সুরক্ষায় দেশের সামনে নজির! রেলমন্ত্রীর থেকে মিলল বিশেষ সম্মাননা পদক, পুরুলিয়ার গর্ব আরপিএফ ওসি সঞ্জয় কুমার তিওয়ারি
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Indian Railways: সাধারণ মানুষের সেবায় প্রতিনিয়ত নিজেদের নিয়োজিত করে থাকেন রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ। তাদের সহায়তায় প্রতিনিয়ত পরিষেবা পেয়ে থাকেন রেল-যাত্রীরা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সাধারণ মানুষের সেবায় প্রতিনিয়ত নিজেদের নিয়োজিত করে থাকেন রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ। তাদের সহায়তায় প্রতিনিয়ত পরিষেবা পেয়ে থাকেন রেল-যাত্রীরা। রেল যাত্রীদের সুরক্ষা প্রদানের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছর আরপিএফদের সম্মানিত করা হয়। এ-বছর অতি বিশিষ্ট রেল সেবা পুরষ্কার (AVRSP) পেয়েছেন ভারতীয় রেলের চারজন আরপিএফ। সেই তালিকায় রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া শাখার আরপিএফ ওসি সঞ্জয় কুমার তিওয়ারি।
গত ৯ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের সদস্যদের উপস্থিতিতে সঞ্জয় কুমার তিওয়ারির হাতে সম্মাননা পদক তুলে দেন৷ সঞ্জয় কুমার তিওয়ারির এই সাফল্যে গর্বিত গোটা জঙ্গলমহল।
advertisement
advertisement
এ বিষয়ে আরপিএফ ওসি সঞ্জয় কুমার তিওয়ারি বলেন, ২০২৪ সাল থেকে তিনি আদ্রা ডিভিশনের পুরুলিয়ার জন্য কাজ করছেন। তিনি তার কর্মজীবনে বহু জায়গায় কাজ করেছেন। বহু অপরাধমূলক কাজ দমন করেছেন তিনি। তাকে যে সম্মান দেওয়া হয়েছে তাতে তিনি গর্বিত। ভারতীয় রেলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
রেলের সুরক্ষা প্রদানে অগ্রণীর ভূমিকা পালন করেন আরপিএফ কর্মীরা। ২০২৫ সালের জন্য অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার (AVRSP)-এর জন্য দেশজুড়ে বিভিন্ন রেল জোন থেকে এই নির্বাচন করা হয়। দক্ষিণ-পূর্ব রেল থেকে মাত্র তিনজন কর্মী এই সম্মানের জন্য নির্বাচিত হন। এই পুরস্কার শুধু একজন আধিকারিকের নয় গোটা পুরুলিয়া জেলা এবং দক্ষিণ পূর্ব রেলের জন্য ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যে খুশির জোয়ার এসেছে জঙ্গলমহলবাসীদের মনে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 13, 2026 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: রেল যাত্রীদের সুরক্ষায় দেশের সামনে নজির! রেলমন্ত্রীর থেকে মিলল বিশেষ সম্মাননা পদক, পুরুলিয়ার গর্ব আরপিএফ ওসি সঞ্জয় কুমার তিওয়ারি







