Accident News: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Murshidabad Accident News: দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস। প্রাণ গেল বাসের খালাসির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে।
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: বেলডাঙ্গা জাতীয় সড়ক সংলগ্ন মির্জাপুর খাগরুপাড়া মোড়ে দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাসের খালাসির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে। আতঙ্কে যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িগামী ওই যাত্রীবাহী বাসটি ওভারটেক করার সময় একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন বাসের খালাসি বিশ্বজিৎ সেখ। বয়স ৩২ বছর। তার বাড়ি কৃষ্ণনগরে।
আরও পড়ুনঃ সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক
দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মামা জানান, বাড়িতে লুকিয়েই বাসে খালাসির কাজে ধুকেছিলেন বিশ্বজিৎ। চার বছরের একটি ছোট কন্যা সন্তান রয়েছে নিহত যুবকের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালো কোটের আড়ালে ‘সবুজ বিপ্লব’! আইনজীবীর ছাদবাগানে স্বনির্ভরতার বার্তা, যত্ন আর পরিচর্যায় ফলছে বিরল ও পুষ্টিকর সবজি
খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। দুর্ঘটনার কারণ খিতিয়ে দেখছে পুলিশ।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 28, 2026 12:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident News: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১









