Drug Smuggling: সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jalpaiguri Drug Smuggling: ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপথি এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। বেসরকারি হোটেলের একটি ঘর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ ৫ জন গ্রেফতার।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপথি এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হোটেলের পাঁচতলার একটি ঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌপথি এলাকার ওই হোটেলে হানা দেয় ধূপগুড়ি মহকুমা পুলিশের বিশাল বাহিনী। হোটেলের পাঁচতলার ২৩ নম্বর ঘরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নিষিদ্ধ ব্রাউন সুগার। মাদক উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুনঃ জমির আলুতে ধসা নিয়ে দুশ্চিন্তা! ফসল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর সহজ টিপস দিলেন কৃষি বিজ্ঞানী, জানুন
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতেই আইনি প্রক্রিয়া মেনে মাদক উদ্ধার ও গ্রেফতারির কাজ সম্পন্ন করা হয়।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে সবজির ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিল। বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও বাজার মূল্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনঃ সুন্দরবনের ভেড়ি থেকে ড্রোনে চেপে মাছ আসবে শহরের বাজারে! কমবে মৎস্যজীবীদের ঝক্কি, কুলতলিতে পরীক্ষামূলক ব্যবহার শুরু
এদিকে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি মাদক চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এর সঙ্গে একটি বড় মাদক চক্র জড়িত থাকতে পারে।
advertisement
এই ঘটনায় ধূপগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের ব্যস্ত এলাকায় হোটেলের ভিতরে এই ধরনের অবৈধ কার্যকলাপের ঘটনা সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠছে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 28, 2026 11:24 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Drug Smuggling: সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক











