Sundarbans News: সুন্দরবনের ভেড়ি থেকে ড্রোনে চেপে মাছ আসবে শহরের বাজারে! কমবে মৎস্যজীবীদের ঝক্কি, কুলতলিতে পরীক্ষামূলক ব্যবহার শুরু
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarbans News: সুন্দরবনে শুরু হল মাছ চাষে ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার। এই ড্রোন প্রায় ৭০ কেজি ওজন বহন করে ৬ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। এই উদ্যোগ সফল হলে মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা উপকৃত হবেন।
advertisement
advertisement
নদীনালা ঘেরা সুন্দরবনে মানুষের প্রধান জীবিকা কৃষি ও মাছ চাষ। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই মৎস্যজীবীরা তাদের উৎপাদিত মাছের ন্যায্য দাম পান না। নদী বা ভেড়ি থেকে মাছ ধরে দ্রুত বাজারে পৌঁছতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাদের। ফলে মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। এই সমস্যা মোকাবিলার জন্যই ড্রোন ব্যবহারের সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্যগবেষণা সংস্থা।
advertisement
advertisement
advertisement






