Nadia Accident: বাইকের ধাক্কায় উল্টে গেল টোটো! ব্যস্ত রাস্তায় ছিটকে পড়লেন যাত্রীরা, গুরুতর আহত ৫ জন
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Nadia Accident: বুধবার রাতে নদিয়ার শান্তিপুরের সারাগর এলাকায় টোটোর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
নদিয়া, রঞ্জিত সরকার: দিনদিন বাড়ছে টোটোর দৌরাত্ম্য। ওলিতে গলিতে ঢুকে পড়ছে টোটো। টোটোর এমন বাড়বাড়ন্তের জেরে বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। বুধবার রাতে নদিয়ার শান্তিপুরে টোটোর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সারাগর এলাকায়। টোটোতে করে ২ জন যাত্রী রানাঘাট থেকে শান্তিপুরে ফিরছিলেন। উল্টো দিক থেকে দু’জন বাইক আরোহী রানাঘাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ নম্বর প্লেটহীন রহস্যময় থার ঘিরে শোরগোল! গাড়ি থেকে যা সব উদ্ধার হল, তদন্তে মেমারি থানার পুলিশ
টোটো চালক-সহ ৩ জন আরোহী এবং বাইকে থাকা ২ জন রাস্তায় ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অপরদিকে ঘাতক বাইক এবং দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করা হয়েছে।
advertisement
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 15, 2026 12:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Accident: বাইকের ধাক্কায় উল্টে গেল টোটো! ব্যস্ত রাস্তায় ছিটকে পড়লেন যাত্রীরা, গুরুতর আহত ৫ জন







