Mysterious Death: ক্ষত-বিক্ষত শরীর, বাড়ির পাশেই মিলল বৃদ্ধার ছিন্নভিন্ন দেহ, গোটা এলাকায় চাঞ্চল্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mysterious Death: একদিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধার রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, মৃত গৃহবধুর ছেলের দাবি গলায়, হাতে, কানের পড়ে থাকা সোনার লোভেই খুন করা হয়েছে তার মাকে।
নবকুমার রায়, পূর্ব বর্ধমান: একদিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধার রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, মৃত গৃহবধুর ছেলের দাবি গলায়, হাতে, কানের পড়ে থাকা সোনার লোভেই খুন করা হয়েছে তার মাকে।
জানা গেছে, মৃত ওই বৃদ্ধার নাম লক্ষী ঘোষ। তার বাড়ি নশরতপুর পঞ্চায়েতের জালুইডাঙ্গা এলাকায়। আজ সকালে বাড়ি থেকে একটু দূরে একটি জায়গায় তার কানে হাতে আঘাতে ছিন্ন-সহ বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তারাই খবর দেয় তার বাড়ির লোককে।
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
গৃহবধূর গলার কানের ও হাতের সোনার সমস্ত অলঙ্কারই গায়েব, শরীর ও রয়েছে আঘাতের চিহ্ন, সোনার লোভেই খুন করা হয়েছে দাবি মৃতের পরিবারের।
advertisement
advertisement
আরও পড়ুন-শীত চলে গেলেও কড়াইশুঁটি খেতে চান? আজই করুন ছোট্ট ৩ কাজ, সারাবছর পাবেন টাটকা তাজা সবুজ মটর, রইল সিক্রেট ট্রিকস
এদিন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক ঘটনাস্থলে এসে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনিও সঠিক তদন্তের আশ্বাস দেন। আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 11:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mysterious Death: ক্ষত-বিক্ষত শরীর, বাড়ির পাশেই মিলল বৃদ্ধার ছিন্নভিন্ন দেহ, গোটা এলাকায় চাঞ্চল্য











