East Bardhaman News: মধ্যরাতে জাতীয় সড়কে পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা বাসের, ডিউটির মধ্যেই সব শেষ! প্রাণ গেল তরুণ হোমগার্ডের
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
East Bardhaman News: গভীর রাতে পুলিশের পেট্রোলিং ভ্যানে বাসের ধাক্কা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হোমগার্ডের।
বর্ধমান, শরদিন্দু ঘোষ: গভীর রাতে পুলিশের পেট্রোলিং ভ্যানে বাসের ধাক্কা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হোমগার্ডের। জানা গিয়েছে মৃতের নাম ত্রিদিব দে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। বর্ধমানের নবাবহাট এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট পেট্রোলিং এর জন্য একটি পুলিশ ভ্যান ১৯ নং জাতীয় সড়কের কলকাতা মুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেইসময় দুর্গাপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে।
আরও পড়ুন: দুর্গাপুর যাওয়ার দিন শেষ, বাঁকুড়ায় খুলছে আধুনিক ‘ডোম’ থিয়েটার! কী কী সুবিধা থাকছে, এখনই দেখে রাখুন
জানা গিয়েছে, তখন গাড়িতে থাকা একজন এএসআই সহ একজন হোমগার্ড ও পুলিশ ভ্যানের চালক আহত হয়। তাঁদেরকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে গেলে চিকিৎসক হোমগার্ড ত্রিদিব দে’কে মৃত ঘোষনা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যাগ খুলতেই চোখ ধাঁধিয়ে গেল গোয়েন্দাদের, সীমান্তে ১০ কেজি রুপো পাচারের ছক! জালে নেপালি মহিলা
যদিও বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে বাসটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নবাবহাটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন দুর্ঘটনা দেখে অনেকেই আতঙ্কিত। পাশাপাশি রাতের বাসগুলির গতি নিয়ন্ত্রণের দাবিও উঠছে।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 30, 2026 10:45 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: মধ্যরাতে জাতীয় সড়কে পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা বাসের, ডিউটির মধ্যেই সব শেষ! প্রাণ গেল তরুণ হোমগার্ডের









