Cinema Hall: দুর্গাপুর যাওয়ার দিন শেষ, বাঁকুড়ায় খুলছে আধুনিক 'ডোম' থিয়েটার! কী কী সুবিধা থাকছে, এখনই দেখে রাখুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bankura Cinema Hall: দীর্ঘদিন পর বাঁকুড়ায় আবার ফিরছে বড় পর্দার আলো। শালবনি-ছাতনা রোডে প্রায় প্রস্তুত ডোম আকৃতির মিনি থিয়েটার।
দীর্ঘদিন পর বাঁকুড়া শহরের সাংস্কৃতিক জীবনে ফিরতে চলেছে সিনেমার আলো। শহরের অদূরে শালবনি–ছাতনা রোডে রাস্তার পাশেই তৈরি হচ্ছে এক অভিনব ডোম আকৃতির মিনি থিয়েটার, যার নকশা অনেকটাই প্লানেটরিয়ামের মতো। ছোট হলেও আধুনিক ও আকর্ষণীয় এই প্রেক্ষাগৃহ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে শহরবাসীর মধ্যে। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১/০৩/২৬ তারিখে এই ডোম আকৃতির মিনি থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। দীর্ঘ অপেক্ষার পর বাঁকুড়ার মানুষ আবার নিজের শহরেই সিনেমার আনন্দ উপভোগ করতে পারবেন। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নের মাঝে দাঁড়িয়ে এই নতুন উদ্যোগ কি আবার ফিরিয়ে আনবে বাঁকুড়ার হারিয়ে যাওয়া সিনেমা সংস্কৃতি। সেই দিকেই তাকিয়ে এখন গোটা জেলা। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)






