advertisement

Birbhum News: আঁচড়ে ক্ষতবিক্ষত ‘মামা-ভাগ্নে’, পাহাড়ে ভালবাসা জাহিরের জেরে বিপন্ন প্রাকৃতিক সৌন্দর্য

Last Updated:

পর্যটকদের একাংশের অভিযোগ, পাথরের গায়ে যত্রতত্র নাম লেখার ফলে পাহাড়ের স্বাভাবিক রূপ নষ্ট হচ্ছে। শুধু দৃশ্যদূষণই নয়, রাসায়নিক রং ব্যবহারের ফলে শিলাস্তরের উপরিভাগের ক্ষয় ত্বরান্বিত হচ্ছে বলে আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।

+
মামা-ভাগ্নে

মামা-ভাগ্নে পাহাড়

দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: ‘‘যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে…’’ কিংবদন্তি শিল্পী মান্না দে’র সেই বিখ্যাত গানের কলি আজ যেন বীরভূমের দুবরাজপুরের মামা-ভাগ্নে পাহাড়ে এক করুণ বাস্তব হয়ে দাঁড়িয়েছে। মানুষের হৃদয়ে নাম লেখার বদলে পর্যটকদের এক বড় অংশ এখন বেছে নিচ্ছেন পাহাড়ের প্রাচীন শিলাস্তরকে। আর তাতেই হারিয়ে যেতে বসেছে এই প্রাকৃতিক নিদর্শনের আদি ও অকৃত্রিম সৌন্দর্য।
শীতের মরসুম মানেই বীরভূমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মামা-ভাগ্নে পাহাড় ও পাহাড়েশ্বর মন্দির চত্বরে উপচে পড়া ভিড়। মনোরম পরিবেশ আর ঘন গাছগাছালিতে ঘেরা এই এলাকাটি পর্যটকদের পাশাপাশি ভূতাত্ত্বিকদের কাছেও সমান আকর্ষণের। কিন্তু এই ভিড়ের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে এক অদ্ভুত প্রবণতা। পাহাড়ের গায়ে রংতুলি বা ধারাল বস্তু দিয়ে নিজেদের নাম লিখে ‘প্রেমের স্মৃতি’ অমর করার চেষ্টায় মেতেছেন অনেক যুগল।
advertisement
advertisement
পর্যটকদের একাংশের অভিযোগ, পাথরের গায়ে যত্রতত্র নাম লেখার ফলে পাহাড়ের স্বাভাবিক রূপ নষ্ট হচ্ছে। শুধু দৃশ্যদূষণই নয়, রাসায়নিক রং ব্যবহারের ফলে শিলাস্তরের উপরিভাগের ক্ষয় ত্বরান্বিত হচ্ছে বলে আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।
advertisement
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই ঐতিহ্যের গায়ে এমন কালিমালিপ্ত আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। হুগলির কোন্নগর থেকে আসা পর্যটক সৌমিত্র চক্রবর্তী নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আক্ষেপের সুরে বলেন, ‘‘ছোটবেলা থেকে গল্পের বইতে এই পাহাড়ের কথা পড়েছি। আজ এসে ভাল তো লাগছেই, কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে এই দেখে যে আমরা আমাদের ঐতিহ্যকে প্রিজার্ভ করতে পারছি না। পাহাড়ের গায়ে এভাবে নাম লিখে সৌন্দর্য নষ্ট করাটা অত্যন্ত হৃদয়বিদারক।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: আঁচড়ে ক্ষতবিক্ষত ‘মামা-ভাগ্নে’, পাহাড়ে ভালবাসা জাহিরের জেরে বিপন্ন প্রাকৃতিক সৌন্দর্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement