Alipurduar News: দৃশ্য দূষণের সঙ্গে পরিবেশ দূষণ! আলিপুরদুয়ারের এই পর্যটনকেন্দ্রে গেলে গা ঘিনঘিন করবে, প্রশ্নের মুখে বর্জ্য ব্যবস্থাপনা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar News: আলিপুরদুয়ারের ব্যস্ত জনপদ হ্যামিল্টনগঞ্জে গেলে গা গুলিয়ে উঠবে আপনার। আবর্জনা ছড়িয়ে রয়েছে যত্রতত্র। যেমন দৃশ্য দূষণ হচ্ছে তেমনই পরিবেশ দূষণ হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।
কালচিনি, অনন্যা দে: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প হয়নি, এমনটা নয়। কিন্তু তবুও আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ এলাকায় গেলে গা গুলিয়ে উঠবে আপনার। আবর্জনা ছড়িয়ে রয়েছে যত্রতত্র। যেমন দৃশ্য দূষণ হচ্ছে তেমনই পরিবেশ দূষণ হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।
আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকা অন্যতম ব্যস্ত জনপদ। ঘনবসতিপূর্ণ এলাকা, যার কারণে এই এলাকায় সব রকমের পরিষেবা দিতে উদ্যোগী ব্লক প্রশাসন। প্রায় ছ’মাস আগে হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকায় প্রশাসনের আধিকারিক ও এলাকার গ্ৰাম পঞ্চায়েত প্রধান নোংরা আবর্জনা প্রতিটি ঘর থেকে সংগ্ৰহের গাড়ির সূচনা করেছিল।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি! ‘মায়ের আঁচলে’ সাজল কান্দির মণ্ডপ! অরিজিৎ-জুবিনের সঙ্গে ফিরে এল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান
এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে দুটি বালতি দেওয়া হয়েছিল। একটায় পচনশীল র্বজ্য ও অন্যটায় অপচনশীল র্বজ্য জমা করা হবে এমনটা জানানো হয়েছিল। গাড়ি এসে সেগুলি নিয়ে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নোংরা তোলার গাড়ির দেখা মেলে না। রোজ বালতি হাতে বাইরে বের হন বাড়ির মহিলারা। কিন্তু আসেনা কোনও গাড়ি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের খাদ্যমেলায় আন্তর্জাতিক স্বাদ! স্টার আইটেম তুরস্কের জনপ্রিয় খাবার ‘টার্কিস তুলুম্বা’, কীভাবে এই মিষ্টি বানাল দ্বাদশের ছাত্রী
এরপরই সেই নোংরাগুলির স্থান হয় রাস্তার পাশে। নয়তো কোনও নালায়। এলাকার বাসিন্দারা জানান গ্ৰাম পঞ্চায়েত থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। এলাকার বাসিন্দারা ভেবেছিলেন, এলাকা এবার নোংরা আবর্জনা মুক্ত হবে। স্থায়ী সমস্যার সমাধান হবে কিন্ত ছ’মাস হয়ে গেলেও কোনও কাজ হল না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত উপপ্রধান মৌসুমী দাস জানান, “বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কেন এই পরিস্থিতি হল। আমরা শীঘ্রই ব্যবস্থা গ্ৰহণ করব।”
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 23, 2026 10:48 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: দৃশ্য দূষণের সঙ্গে পরিবেশ দূষণ! আলিপুরদুয়ারের এই পর্যটনকেন্দ্রে গেলে গা ঘিনঘিন করবে, প্রশ্নের মুখে বর্জ্য ব্যবস্থাপনা










