advertisement

Accident Death: পিষে দিল 'দানব' গাড়ি, মাঝরাস্তাতেই শেষ বাবা-মা-সন্তান, গুরুতর আহত ২০-র বেশি মানুষ, রক্তে ভাসল রাস্তা

Last Updated:

Accident Death: হলদিয়ায় বড়সড় বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলাই মারা যায় তিনজন। ২০-র বেশি মানুষ আহত। বাস দুর্ঘটনায় ভয়ানক পরিণতি একই পরিবারের বাবা-মা ও সন্তানের। 

দুর্ঘটনাগ্রস্ত বাসটি 
দুর্ঘটনাগ্রস্ত বাসটি 
হলদিয়া, সৈকত শী: বড়সড় বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় তিনজন। ২০-র বেশি মানুষ আহত। বাস দুর্ঘটনায় ভয়ানক পরিণতি একই পরিবারের বাবা-মা ও সন্তানের। পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন জেলার কোনও না কোনও প্রান্তেই পথ দুর্ঘটনার খবর আসছে। মাসের শেষ দিন শনিবার ভয়ানক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হলদিয়া। বড়সড় এই বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি শনিবার বেলার দিকে কুকড়াহাটি গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পি এইচ এর পানীয় জলের পাইপের লোহার খাঁচায় ধাক্কা মারে। এর পাশাপাশি বাসটি উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। রাস্তার ওপর ছিটকে পড়ে বাইক চালক ও দুই আরোহী। ঘটনাস্থলেই মারা যায় বাইক চালক ও দুই আরোহী।
advertisement
আরও পড়ুন-জানুয়ারির শেষেই মেগা খেলা শুরু…! এই ৩ রাশিকে কোটিপতি বানাবেন শনিদেব, লাগবে বাম্পার ‘লটারি’, বাধা-বিপত্তি চূর্ণ বিচূর্ণ
এ বিষয়ে ওই বাসে থাকা এক যাত্রী জানিয়েছেন, ‘বাসটি দ্রুত গতিতেই আসছিল। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের সুতাহাটা থানায় এলাকার ঘোষ মোড়ে রাস্তার পাশে থাকা জলের পাইপে ধাক্কা মারে। সেই সঙ্গে একটি বাইকে ধাক্কা মারে। বাইকে বাইকে থাকা চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসে থাকা প্রায় ২০-২২ আহত হয়েছে। সবার মধ্যেই আতঙ্ক গ্রাস করছে।’
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
পুলিশ সূত্রে জানা যায় বাসটি দ্রুতগতিতে হলদিয়া টাউনশিপ থেকে কুকড়াহাটির দিকে আসছিল। আসার পথেই হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ঘোষ মোড়ে দুর্ঘটনায় কবলে পড়ে। বাসটি একটি বাইকে ধাক্কা মারে। বাইকে থাকা চালক-সহ তিনজনেরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তিনজন একই পরিবারের। মৃত তিনজন হলেন অরূপ মণ্ডল বয়স ৫০, প্রতিমা মণ্ডল বয়স ৪৫ এবং সুজাতা মণ্ডল বয়স ১৩ বছর। ওই তিনজনেরই বাড়ি সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামে। তারা কোনও আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। অন্যদিকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ জনের অবস্থার অবনতি হওয়ায়, তাদের তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সপ্তাহের শেষে এই বড়সড় বাস দুর্ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে হলদিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident Death: পিষে দিল 'দানব' গাড়ি, মাঝরাস্তাতেই শেষ বাবা-মা-সন্তান, গুরুতর আহত ২০-র বেশি মানুষ, রক্তে ভাসল রাস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement