লোকচক্ষুর আড়ালে জঙ্গলের গভীরে সদ্যোজাত কন্যাসন্তান! স্থানীয়দের চোখে পড়তেই বীরভূমের সিউড়িতে হইচই
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
বীরভূমের সিউড়ির তসরকাটা জঙ্গলে ফেলে যাওয়া সদ্যোজাত কন্যাসন্তানকে স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুপ্রতিম দাস, সিউড়ী, বীরভূম: ভোরের নির্জনতা ভেঙে বীরভূমের সিউড়িতে উঠে এল এক হৃদয়বিদারক ছবি। লোকচক্ষুর আড়ালে জঙ্গলের গভীরে ফেলে যাওয়া হয়েছিল এক সদ্যোজাত কন্যাসন্তানকে। এই ঘটনা নতুন করে নাড়িয়ে দিল এলাকাবাসীকে। তসরকাটা জঙ্গলের ভিতর থেকে কান্নার ক্ষীণ শব্দ আর নড়ে ওঠা ছোট্ট হাত-পা চোখে পড়তেই সামনে আসে এক নিষ্ঠুর বাস্তব—জন্মের পরই পরিত্যক্ত এক প্রাণ।
বীরভূমের সিউড়ির তসরকাটা জঙ্গল থেকে সেই সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে বিষয়টি নজরে আনেন। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে যায়।
advertisement
advertisement
স্থানীয়দের নজরে আসার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, জীবিত অবস্থায় একটি সদ্যোজাত শিশুকে এভাবে জঙ্গলে ফেলে দেওয়া হতে পারে। ঠিক সেই সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে পাশে পিকনিকে আসা কয়েকজন যুবক এগিয়ে আসেন, যার ফলেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নবজাতকটি।
advertisement
ভিড়ের মধ্যেই পাশে পিকনিকে আসা একদল যুবক লক্ষ্য করেন, নবজাতকটির হাত-পা নড়ছে এবং সে জীবিত রয়েছে। এরপরই তাঁরা শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।
উদ্ধার করা নবজাতককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র (SNCU)-তে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 20, 2026 4:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
লোকচক্ষুর আড়ালে জঙ্গলের গভীরে সদ্যোজাত কন্যাসন্তান! স্থানীয়দের চোখে পড়তেই বীরভূমের সিউড়িতে হইচই











