হোটেল রুমে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন কী ভাবে? জেনে নিন ৫টি সহজ উপায়
- Published by:Tias Banerjee
Last Updated:
অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, অতিথিদের স্নান করার সময়, ঘুমানোর সময় কিংবা একান্ত মুহূর্তে গোপনে ছবি বা ভিডিও তোলা হয়েছে। পরে সেই ফুটেজ ছড়িয়ে পড়া বা ব্ল্যাকমেলের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। গত বছর উইসকনসিনে একটি ঘটনায় বাথরুমের পাওয়ার সকেটের ভিতরে দুটি লুকানো ক্যামেরা উদ্ধার হয়, যা সরাসরি শাওয়ার ও টয়লেটের দিকে তাক করা ছিল। এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে—নিজের গোপনীয়তা রক্ষা করবেন কীভাবে?
advertisement
অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, অতিথিদের স্নান করার সময়, ঘুমানোর সময় কিংবা একান্ত মুহূর্তে গোপনে ছবি বা ভিডিও তোলা হয়েছে। পরে সেই ফুটেজ ছড়িয়ে পড়া বা ব্ল্যাকমেলের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। গত বছর উইসকনসিনে একটি ঘটনায় বাথরুমের পাওয়ার সকেটের ভিতরে দুটি লুকানো ক্যামেরা উদ্ধার হয়, যা সরাসরি শাওয়ার ও টয়লেটের দিকে তাক করা ছিল। এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে—নিজের গোপনীয়তা রক্ষা করবেন কীভাবে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লুকানো ক্যামেরা ধরার ৫টি সহজ কৌশল ১. অন্ধকারে ফোনের ক্যামেরা ব্যবহার করুন ঘরে ঢোকার পর আলো নিভিয়ে, পর্দা টেনে নিজের ফোনের ক্যামেরা খুলুন—সম্ভব হলে ফ্রন্ট ক্যামেরা। অনেক লুকানো ক্যামেরা নাইট ভিশনের জন্য ইনফ্রারেড আলো ব্যবহার করে। এই আলো চোখে দেখা না গেলেও ফোনের স্ক্রিনে লাল বা বেগুনি বিন্দু হিসেবে ধরা পড়ে। পরীক্ষা করতে টিভি রিমোটের দিকে ফোন তাক করে বোতাম চাপুন—ইনফ্রারেড আলো দেখা যাবে। এরপর শোবার ঘর, বাথরুম, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক, ল্যাম্প, থার্মোস্ট্যাট, সকেট, ছবি, এয়ার ভেন্ট ভালো করে স্ক্যান করুন।
advertisement
advertisement
৩. ওয়াই-ফাইয়ে যুক্ত ডিভাইস পরীক্ষা করুন অনেক লুকানো ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে। Fing-এর মতো অ্যাপ ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত সব ডিভাইস দেখা যায়। যদি ‘IP Camera’, ‘Hidden Device’ বা ‘Unknown’ নামে কিছু ডিভাইস দেখা যায়, তবে সতর্ক হওয়া প্রয়োজন। হোটেলের ওয়াই-ফাইয়ের পাশাপাশি ব্যক্তিগত হটস্পটেও পরীক্ষা করা ভাল।
advertisement
advertisement
advertisement







