WB Panchayat Election 2023: রাত পোহালেই ভোট! ডিসিআরসি সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পুলিশকর্তা

Last Updated:

West Bengal Panchayat Election 2023 : ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীরা যাতে সুষ্ঠুভাবে নির্দিষ্ট বুথগুলির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, সেই বিষয়টি খতিয়ে দেখেন পুলিশকর্তা।

+
আছড়া

আছড়া যোগেশ্বর ইনস্টিটিউশন ডিসিআরসি সেন্টার।

পশ্চিম বর্ধমান: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। এদিন শুক্রবার থেকেই নিজস্ব ভোট কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। তার আগে ডিসিআরসি সেন্টার থেকে সংগ্রহ করেছেন ভোট সামগ্রী। এদিন সকালে সেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রের ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখলেন কুলটির এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায়। ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীরা যাতে সুষ্ঠুভাবে নির্দিষ্ট বুথগুলির উদ্দেশে রওনা দিতে পারেন, সেই বিষয়টি খতিয়ে দেখেন পুলিশকর্তা।
উল্লেখ্য, সালানপুর ব্লকের ডিসিআরসি সেন্টার করা হয়েছে আছড়া যোগেশ্বর ইনস্টিটিউশনে। সেখান থেকে স্থানীয় যে সমস্ত বুথগুলি রয়েছে, সেই বুথ গুলির উদ্দেশে রওনা দেন ভোট কর্মীরা।
advertisement
আরও পড়ুন: ‘ওরা জানত এটা হতে পারে’, বালেশ্বর রেল দুর্ঘটনায় ৩ রেলকর্মীকে গ্রেফতার করল CBI, তথ্য লোপাটের চেষ্টা
বহু সংখ্যক ভোট কর্মী শুক্রবার সকাল থেকেই ডিসিআরসি সেন্টারে হাজির হন। সেখান বিভিন্ন কাউন্টার থেকে তাঁরা ভোট সামগ্রী অর্থাৎ, ভোটের কিট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত বাসে করে তাঁরা রওনা দেন নিজের নিজের বুথগুলির উদ্দেশে।
advertisement
সেই কারণে ওই জায়গায় সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা অত্যন্ত প্রয়োজন। তাই সেখানে ভোট কর্মীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখেছেন কুলটির এসিপি।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
WB Panchayat Election 2023: রাত পোহালেই ভোট! ডিসিআরসি সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পুলিশকর্তা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement