Panchayat Election 2023: আবারও কপ্টার-যোগ! অভিষেকের বিষয়ে ঝুঁকি এড়াতে বিশেষ তৎপরতা

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে নামবেন হিন্দুস্তান কেবলসের ময়দানে। সেখানে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিপ্যাড থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা।

+
হেলিকপ্টারের

হেলিকপ্টারের ফাইনাল ট্রায়াল।

পশ্চিম বর্ধমান: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। জনসংযোগ করতে জেলায় জেলায় পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে তিনি পশ্চিম বর্ধমান জেলায় এসেছিলেন। তবে সে সময় বাদ গিয়েছিল সালানপুর এলাকা। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে ওই এলাকায় জনসংযোগ সারতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, হেলিকপ্টারেই তিনি জেলা সফরে যাবেন। সেই কারণে, অতীত থেকে শিক্ষা নিয়ে হেলিকপ্টারের বিষয়ে বাড়তি সতর্ক প্রশাসন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে নামবেন হিন্দুস্তান কেবলসের ময়দানে। সেখানে ইতিমধ্যেই অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিপ্যাড থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। অস্থায়ী হেলিপ্যাড কতটা উপযুক্ত হয়েছে, তা যাচাই করে নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কয়েক ঘণ্টা আগে সেখানে ট্রায়ালও দেওয়া হয়। হেলিকপ্টারের যান্ত্রিক খুঁটিনাটি বিষয়ে নজর রাখার পাশাপাশি, আবহাওয়ার দিকেও কড়া নজর রেখেছেন জেলা প্রশাসনের কর্তারা।
advertisement
আরও পড়ুন: ‘এরাই তো ভবিষ্যৎ!’, পঞ্চায়েতের ফসল ঘরে তুলতে ছাত্র নেতৃত্বেও বিরাট ভরসা রাখছে সিপিএম
উল্লেখ্য, উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: ৮ জুলাই ভোট, ১৬-য় পরীক্ষা! তা-ও কলেজ সেরেই প্রচারে এই একরোখা ক্ষুদে কমরেড
সে জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে জেলায় আসার আগে, তাতে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছেন প্রশাসনের কর্তারা। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জেলায় আসার আগে সমস্ত খুঁটিনাটি বিষয় নজর রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর এলাকায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা রোড শো করবেন তিনি। তৃণমূলের তরফ থেকে সে বিষয়েও সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023: আবারও কপ্টার-যোগ! অভিষেকের বিষয়ে ঝুঁকি এড়াতে বিশেষ তৎপরতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement