WB Panchayat Election 2023: ৮ জুলাই ভোট, ১৬-য় পরীক্ষা! তা-ও কলেজ সেরেই প্রচারে এই একরোখা ক্ষুদে কমরেড

Last Updated:

যাঁদের বিরুদ্ধে সুপ্রীতির লড়াই, তাঁরা অবশ্য প্রত্যেকেই রাজনীতিতে তাঁর চেয়ে অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি অভিজ্ঞ৷ কিন্তু, সুপ্রীতির কথায়, তাঁর লড়াই কোনও ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, লড়াইটা সরাসরি দুর্নীতির বিরুদ্ধে৷

হাওড়া: একুশটাই তো লড়াই করার বয়স! স্বপ্ন দেখায়, দেখতে শেখায় সেই একুশ-ই৷ কলেজের পড়াশোনা এখনও শেষ হয়নি৷ তার উপর আবার সামনে ফাইনাল পরীক্ষাও৷ পঞ্চায়েত ভোটটা আবার এমন সময় পড়ল! সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততায় কাটছে দিন, রাত, দুপুর৷ মাঝে মাঝেই যেতে হচ্ছে কলেজ৷ তারপর ফিরে, কোনওরকমে নাকেমুখে গুঁজে সাইকেলে করে বেরিয়ে পড়া প্রচারে৷ কথা হচ্ছে বালির বাম প্রার্থী সুপ্রীতি দাশশর্মার৷ নিশ্চিন্দার দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতে CPIM প্রার্থী তিনি৷ ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে সম্ভবত তিনিই রাজ্যের সর্বকনিষ্ঠ৷
কলকাতা সিটি কলেজে বটানি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন৷ কলেজে ঢুকেই প্রথম বাম ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া৷ তবে নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি এইবারই ৷ অবশ্য, সুপ্রীতির ক্ষেত্রে রাজনীতিতে আসার জমিটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি ছিল ৷ কারণ, সুপ্রীতির দাদু, বাবা, মামা প্রত্যেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত৷ তাঁদের কাছে থেকেই বাম মতাদর্শে বড় হওয়া৷ তবে সুপ্রীতিই তাঁর পরিবারের প্রথম সদস্য, যিনি নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামছেন৷
advertisement
আরও পড়ুন: ভোটের দিনেও অশান্তির আশঙ্কা? কমিশনের কড়া নজরে ভাঙড়-ক্যানিং, বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত
যাঁদের বিরুদ্ধে সুপ্রীতির লড়াই, তাঁরা অবশ্য প্রত্যেকেই রাজনীতিতে তাঁর চেয়ে অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি অভিজ্ঞ৷ কিন্তু, সুপ্রীতির কথায়, তাঁর লড়াই কোনও ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, লড়াইটা সরাসরি দুর্নীতির বিরুদ্ধে৷
advertisement
আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
রাজ্যের একাধিক জায়গা থেকে যেখানে প্রাক পঞ্চায়েত হিংসার খবরাখবর আসছে, সেখানে সুপ্রীতির পরিবারও কিছুটা হলেও শঙ্কিত৷ বাড়ির মেয়ে খুব একটা জমাটি প্রচার করুক, তেমনটা তাঁরা চান না৷ তবে কে শোনে কার কথা!জেদি একরোখা রাজনীতিতে ক্ষুদে কমরেডকে ঠেকায় কে?
advertisement
কলেজ থেকে ফিরেই তাই লাল ঝান্ডা কাঁধে সাইকেলে চড়ে সুপ্রীতি চষে বেড়াচ্ছেন অলিগলি৷ সঙ্গে কয়েকজন কমরেড৷ বাড়ি বাড়ি কড়া নাড়ছেন, খোঁজ নিচ্ছেন তাঁদের সমস্যার, প্রতিশ্রুতি দিচ্ছেন সমাধানেরও৷ এলাকার কাকু কাকিমা, জ্যেঠু-জ্যেঠিমারাও মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তাঁদের আদরের পায়েলকে৷
হিংসা মুক্ত ভোট, দুর্নীতি মুক্ত সমাজ৷ সর্বস্তরে শিক্ষা৷ এইটুকুই তো আকাঙ্খা, এই টুকুই তো স্বপ্ন! এমন সমাজ গড়ার স্বপ্ন দেখে এখনও সুপ্রীতির মতো তরুণ কিছু চোখ৷ সেটাই বোধহয় এখন বামেদের প্রাণবায়ু৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: ৮ জুলাই ভোট, ১৬-য় পরীক্ষা! তা-ও কলেজ সেরেই প্রচারে এই একরোখা ক্ষুদে কমরেড
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement