West Bardhaman news : মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক

Last Updated:

West Bardhaman news || মাইথন জলাধারায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা। জলাধারের  শ্রোতে তলিয়ে গেলন দুই বন্ধু । তারমধ‍্যে মৃত‍্যু ঘটেছে একজনের।

মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
আসানসোলে: মাইথন জলাধারায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা। জলাধারায় পিছলে পড়ে তলিয়ে গেলন দুই বন্ধু । তারমধ‍্যে মৃত‍্যু ঘটেছে একজনের। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। গোপালপুর থেকে ছয়জন বন্ধু মিলে শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ মাইথনের অমর ঝর্ণা জলাধারে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ২২ বছর বয়সী আসানসোলের গোপাল পুরের বাসিন্দা শুভঙ্কর ভাগত ও নিয়ামতপুরের বাসিন্দা ১৭ বছর বয়সী ধ্রুবজ্যোতি দত্ত।
তবে সঙ্গে থাকা বন্ধুদের প্রচেষ্টায় জল থেকে কোনও রকমে বাঁশের সাহায্য নিয়ে ধ্রুবজ্যোতি দত্তকে তোলা হয়। আহত অবস্থায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধ্রুবজ্যোতি দত্তকে। তবে অনেকক্ষন কোনও খোঁজ পাওয়া যায়নি শুভঙ্কর ভাগতের।প্রায় ঘন্টা খানেক ঝর্নার জলাধারে মাইথনের নৌকা চালকরা নৌকা নিয়ে তল্লাশি করার পর উদ্ধার হয় শুভঙ্কর ভগতরে দেহ। তাঁর দেহ পুলিশ জেলা হাসপাতালে নিয়ে যায়।ঘটনা প্রসঙ্গে ওদের সঙ্গে থাকা বন্ধু সোনু রায় বলেন ‘মাইথন ঘুরতে এসে অমর ঝর্ণাতে দুজন বন্ধু স্নান করতে নামে।এবং হঠাৎ পা পিছলে দুজন জলে পড়ে যায়। একজনকে কোনক্রমে বহু প্রচেষ্টার পর উদ্ধার করতে পারি আমরা। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাই । এখন সে ঠিক আছে।’
advertisement
advertisement
তবে, প্ৰশ্ন এত বার এমন ঘটনা ঘটা সত্বেও প্রতিদিন এই ঝর্ণা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম লেগেই রয়েছে। বিয়ের শুটিং থেকে শুরু করে পর্যটকদের দর্শনকেন্দ্র হয়ে উঠেছে মাইথনের অমর ঝর্ণা। না প্রশাসনের তরফে নো এন্ট্রি করা হয়েছে। না বারণ করা হয়ছে মাইথন ডিভিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে।
advertisement
দীপক শর্মা
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman news : মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement