West Burdwan News : বুধবার উল্টোরথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব শতাব্দীপ্রাচীন ছোট্ট পিতলের এই রথ ঘিরে

Last Updated:

West Burdwan News : এখানে রথযাত্রার তুলনায় উল্টো রথযাত্রার দিনে জাঁকজমক বেশি হয়। ছোট্ট পিতলের রথ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কারণ ছোট্ট এই রথে বর্ণিত আছে চার যুগ।

+
অযোধ্যা

অযোধ্যা গ্রামের পিতলের রথ।

নয়ন ঘোষ, কাঁকসা, পশ্চিম বর্ধমান : রাজ আমলে শুরু হয়েছিল রথযাত্রা। রাজ পরিবারের সদস্যরা আজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এক সময় বৈভবে ভরা রাজবাড়ি এখন ভগ্নদশায়। অথচ তাদের সময়ের শুরু হওয়ার রথ এখনও সদর্পে দাঁড়িয়ে রয়েছে। কয়েকশো বছর ধরে বনকাটি পঞ্চায়েতের অন্তর্গত অযোধ্যা গ্রামে ধুমধাম এর সঙ্গে পালিত হয়ে আসছে রথযাত্রা। এখানে রথযাত্রার তুলনায় উল্টো রথযাত্রার দিনে জাঁকজমক বেশি হয়। ছোট্ট পিতলের রথ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কারণ ছোট্ট এই রথে বর্ণিত আছে ৪ যুগ। যেখানে সমুদ্র মন্থন থেকে রাম রাবণের যুদ্ধ, সব কিছুরই বর্ণনা রয়েছে।
জমিদার পরিবারের সদস্য লালু রায় জানিয়েছেন, কয়েকশো বছর আগে রায় পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ হয় ব্যবসায়ী বন্দ্যোপাধ্যায় পরিবারের ছেলের। বন্দ্যোপাধ্যায় পরিবারের ছিল লাক্ষা এবং গালার ব্যবসা। একসময় লাক্ষা এবং গালার ব্যবসার জন্য সুপ্রসিদ্ধ ইলামবাজারে ব্যবসা করতেন তাঁরা। রাজ পরিবারের জামাতা এই পিতলের রথ তৈরি করিয়ে দিয়েছিলেন। ব্যবসায় একদিনের মুনাফা থেকে এই রথ তৈরি করানো হয়েছিল। আর তখন থেকেই এই রথযাত্রা চলে আসছে।
advertisement
আরও পড়ুন : হোম যজ্ঞ, কুমারী পুজোর আয়োজন! অম্বুবাচী মিটতেই খুলে গেল কান্দি দোহালিয়া কালীমন্দির
অযোধ্যা গ্রামের রথযাত্রাকে কেন্দ্র করে আশপাশের মানুষজনের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়। রথযাত্রার দিনে এখানে বিশেষ পুজা পাঠের ব্যবস্থা করা হয়। পাশাপাশি যেদিন জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যান, সেদিনও বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। রথযাত্রার পাশাপাশি এখানে আয়োজন করা হয় বিশাল মেলার। এলাকার নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ করতে প্রত্যেক বছর এখানে বড় সংখ্যায় পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : বুধবার উল্টোরথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব শতাব্দীপ্রাচীন ছোট্ট পিতলের এই রথ ঘিরে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement