Murshidabad News: হোম যজ্ঞ, কুমারী পুজোর আয়োজন! অম্বুবাচী মিটতেই খুলে গেল কান্দি দোহালিয়া কালীমন্দির

Last Updated:

Murshidabad News: তিন দিন বিশেষভাবে নিত্য পুজো সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনও জনসাধারণের জন্য খোলা হয় না। সেই মতো তিনদিন পর কান্দি দোহালিয়া কালী মন্দিরের দরজা খোলা হল সোমবার দুপুরে। 

+
কান্দি

কান্দি দোহালিয়া কালী মন্দিরে চলছে পুজো ও কুমারী পুজো 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: প্রাচীন মতে অম্বুবাচীর সময় মাটিকাটা বা লাঙল চালানো নিষিদ্ধ থাকে। এই সময় সমস্ত দেবী মন্দিরের দরজা থাকে বন্ধ। এই তিন দিন বিশেষভাবে নিত্য পুজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনও জনসাধারণের জন্য খোলা হয় না। সেই মতো তিন দিন পর কান্দি দোহালিয়া কালী মন্দিরের দরজা খোলা হল সোমবার দুপুরে।
এদিন সকালে মন্দির খোলার পরেই বিশেষ পুজো অর্চনা, হোম যজ্ঞ ও কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো দিতে ভিড় করেছিলেন দূরদূরান্ত থেকে আসা মানুষজন। পুরাণ বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম কামাখ্যায় বিশেষভাবে অম্বুবাচীর উৎসব পালিত হয়ে থাকে। কামাখ্যার পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার প্রাচীন কান্দি দোহালিয়া কালী মন্দিরেও এই বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন :  ৩০ থেকে একলাফে ১০০! দেশ জুড়ে রকেটের গতিতে দাম বাড়ছে টমেটোর, দাম বৃদ্ধির কারণ, কমবে কবে জানুন
মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি, ইতিহাস অনুসারে হাজার বছর পূর্বে বাংলার সেনবংশীয় রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল কান্দি দোহালিয়া কালী মন্দির। মা এখানে ব্যাঘ্র রূপে পুজিতা হন। আগে জঙ্গলের মধ্যে এই মন্দির থাকলেও এখন কালের সঙ্গে পরিবর্তিত হয়ে মন্দির ও সংলগ্ন এলাকায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবায়েতরা জানান, এক হাজার বছর আগে বল্লাল সেনের আমলে কোন এক পরিব্রাজক সন্ন্যাসী ভারতের উত্তর পূর্ব থেকে নদী পথে যাওযার সময় এখানে বসে তপস্যা করছিলেন। সেই সময় বিভিন্ন রূপে অশুভ শক্তি ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে থাকেন। ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী দেখা দেন। তখন থেকেই এই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হোম যজ্ঞ, কুমারী পুজোর আয়োজন! অম্বুবাচী মিটতেই খুলে গেল কান্দি দোহালিয়া কালীমন্দির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement