West Bardhaman Exclusive : কিভাবে কাজ করবেন আসানসোলের দুই ডেপুটি মেয়র; একান্ত সাক্ষাৎকারে জানালেন নিউজ ১৮ লোকালকে 

Last Updated:

কিভাবে কাজ করবেন তাঁরা, আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে তাঁদের, দুই ডেপুটি কিভাবে নিজেদের মধ্যে সামঞ্জস্য রাখবেন, সব কিছুর উত্তর নিউজ ১৮ লোকালের ক্যামেরার সামনে অকপটে জানিয়েছেন অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক

+
আসানসোলের

আসানসোলের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক।

#পশ্চিম বর্ধমান- নজিরবিহীনভাবে প্রথম বারের জন্য দুজন ডেপুটি মেয়রকে নিয়োগ করা হয়েছে আসানসোল পুরসভার জন্য। ষষ্ঠ ডেপুটি হিসেবে শপথ গ্রহণ করবেন এই দুজন। প্রথম জন আসানসোল পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ঘটক। অপর জন ওয়াসিমুল হক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের নাম আসানসোল পুরসভার ডেপুটি মেয়র হিসেবে ঘোষণা করেছেন। বিধান উপাধ্যায়ের নাম মেয়র হিসেবে ঘোষণা করা যেমন নজিরবিহীন, ঠিক তেমনি নজিরবিহীনভাবে এই প্রথমবার আসানসোল পুরসভায় নিয়োগ করা হয়েছে দুজন ডেপুটি মেয়র। কিভাবে কাজ করবেন তাঁরা, আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে তাঁদের, দুই ডেপুটি কিভাবে নিজেদের মধ্যে সামঞ্জস্য রাখবেন, সব কিছুর উত্তর নিউজ ১৮ লোকালের ক্যামেরার সামনে অকপটে জানিয়েছেন অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক।
আসানসোলের দাপুটে তৃণমূল নেতা তথা পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানিয়েছেন, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র এর দায়িত্ব পেয়ে তিনি খুবই আনন্দিত এবং খুশি। মেয়র হিসেবে আসানসোল পুরসভার নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পালন করার দিকে নজর দেবেন। গারই নদী সংস্কার এবং আসানসোলের নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য বিশেষ নজর দেবেন তিনি। পাশাপাশি অপর যিনি ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন, অর্থাৎ ওয়াসিমুল হকের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন। দুজন ডেপুটি মেয়র হওয়ার ফলে কোনো সমস্যার বদলে সুবিধা হবে বলেই মনে করছেন তিনি। এ বিষয়ে অভিজিতবাবু জানিয়েছেন, দুজনে মিলে ভাগাভাগি করে মানুষের জন্য কাজ করবেন তারা। একই সুর শোনা গিয়েছে অপর ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের গলাতেও। তিনিও এই পদ পেয়ে খুশি। তিনিও সতীর্থের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করতে চান। পাশাপাশি তিনি বিরোধীদের সমস্ত কটাক্ষকেও উড়িয়ে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman Exclusive : কিভাবে কাজ করবেন আসানসোলের দুই ডেপুটি মেয়র; একান্ত সাক্ষাৎকারে জানালেন নিউজ ১৮ লোকালকে 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement