West Bardhaman News: সেফ ড্রাইভ, সেভ লাইফের অন্য রূপ

Last Updated:

সেফ ড্রাইভ, সেভ লাইফ পোস্টার তৈরি করা হচ্ছে অভিনবভাবে। সেখানে ব্যবহার করা হচ্ছে পথ কুকুরদের ছবি।

পশ্চিম বর্ধমান: পথ নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচির প্রশংসা গোটা দেশজুড়ে হচ্ছে। সেফ ড্রাইভ, সেভ লাইফের হাত ধরে বাংলায় দুর্ঘটনার সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এবার এই ট্যাগলাইন ব্যবহার করা শুরু করল পশুপ্রেমী সংগঠনগুলিও। রাস্তাঘাটে ঘোরাফেরা করা নিষ্পাপ পথ কুকুর সহ অন্যান্য প্রাণীদের রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে এই ট্যাগ লাইন।
আজকাল গাড়ির ধাক্কায় রাস্তায় বহু পথ কুকুরের মৃত্যু হতে দেখা যায়। সেই তাদের রক্ষা করতেই এবার বিশেষ উদ্যোগ। সেফ ড্রাইভ, সেভ লাইফ পোস্টার তৈরি করা হচ্ছে অভিনবভাবে। সেখানে ব্যবহার করা হচ্ছে পথ কুকুরদের ছবি। সেখানে বলা হচ্ছে, মানব সমাজ দুর্ঘটনার মানে বোঝে। কিন্তু পথে-ঘাটে ঘুরে বেড়ানো এই সমস্ত নিরীহ প্রাণীগুলি দুর্ঘটনার মানে বোঝে না। খেলার ছলে অথবা কখনও রাস্তা পার হওয়ার তাগিদে হঠাৎ করেই চলে আসে গাড়ির সামনে। তখন প্রাণ হারাতে হয় তাদের। লেখা থাকছে, 'ধীরে গাড়ি চালান। তাহলে দুর্ঘটনার হাত থেকে যেমন আপনি রক্ষা পাবেন, তেমনই রাস্তাঘাটে অনেকখানি সুরক্ষিত থাকবে এই সমস্ত নিরীহ প্রাণীগুলি।'
advertisement
advertisement
পশুপ্রেমী সংগঠনগুলির এই ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে দুর্গাপুরের মানুষ। এমনিতেই বিগত কয়েক বছরে পথ কুকুরদের নিরাপত্তা দিতে পরিশ্রম করে চলেছে এই ধরনের সংগঠনগুলি। মানুষও আগের থেকে অনেকটাই সচেতন হয়েছেন। এখন আর কেউ অকারণে নিরীহ পুকুর বা অন্যান্য প্রাণীকে আঘাত করেন না। উল্টে দুর্ঘটনার শিকার বা বিপদে পড়া এই ধরনের প্রাণীগুলিকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন। এরই মাঝে এমন উদ্যোগ রাস্তার এই প্রাণীগুলিকে আরও কিছুটা সুরক্ষা দেবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: সেফ ড্রাইভ, সেভ লাইফের অন্য রূপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement