Ayodhya Ram Mandir: নেই একটি পা, কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছেন অযোধ্যা! রাম মন্দিরের প্রতিষ্ঠার সাক্ষী হতে

Last Updated:

হাতে আসেনি বিশেষ কোনও আমন্ত্রণ পত্র। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর তৈরি হয়েছে রাম মন্দির। আগামী ২২ জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান দুই বন্ধু।

+
বাংলা

বাংলা ঝাড়খন্ড সীমান্তে এসে পৌঁছেছেন দুই বন্ধু।

পশ্চিম বর্ধমান: হাতে আসেনি বিশেষ কোনও আমন্ত্রণ পত্র। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর তৈরি হয়েছে রাম মন্দির। আগামী ২২ জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান দুই বন্ধু। যে কারণে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দুজনেই। তবে চমক রয়েছে আরও। এক বন্ধুর একটি পা বাদ গিয়েছে দুর্ঘটনায়। কিন্তু তাতে কী? মনের জোর আর বন্ধুকে সঙ্গী করে তাঁরা বেরিয়ে পড়েছেন অযোধ্যার উদ্দেশ্যে।
সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা। তারই বন্ধু রাকেশ মন্ডল। গত কয়েক বছর আগে দুর্ঘটনায় সৌমিক গোলদারের একটি পা বাদ গিয়েছে। কিন্তু হারাননি মনের জোর। সেই মনের জোরকে সঙ্গী করে তিনি বন্ধুর সঙ্গে সাইকেলে বেরিয়ে পড়েছেন।
advertisement
advertisement
পাড়ি দিতে হবে অনেকটা পথ। গত ৯ জানুয়ারি বাড়ি ছেড়েছেন তিনি। এগিয়ে চলেছেন অযোধ্যার উদ্দেশ্যে। ইতিমধ্যেই অনেকখানি পথ তাঁরা অতিক্রম করে ফেলেছেন। বাংলার সীমান্ত ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন পড়শী রাজ্য ঝাড়খন্ডে।
advertisement
গতরাতে তারা এসে পৌঁছেছিলেন বাংলা ঝাড়খন্ড সীমান্তের লেফট ব্যাংক কলোনি এলাকায়। সেখানেই একটি আশ্রমে তাদের রাত্রি বাসের ব্যবস্থা করা হয়। এলাকায় এলে তাদের ফুলের মালা পরিয়ে সম্বর্ধনাও জানানো হয়।
সকাল সকাল তারা ফের বেরিয়ে পড়েছেন নিজেদের গন্তব্যের দিকে। কারণ এখনও অনেকটা পথ পার হতে হবে। পার হতে হবে তিনটি রাজ্য। হাতেও খুব বেশি সময় নেই। আগামী ২০ জানুয়ারির মধ্যে তাঁরা অযোধ্যায় পৌঁছতে চান। সেই তারিখ মাথায় রেখেই তারা এগিয়ে চলেছেন নিরন্তর। সৌমিক বাবুর ভরসা একটি পা আর সাইকেল। সঙ্গে রয়েছেন বন্ধু রাকেশ।
advertisement
দুই বন্ধু বলছেন, অনেক আশা নিয়ে তারা রাস্তায় বেরিয়ে ছিলেন। তবে রাস্তাঘাটে সমস্ত মানুষজনের সাহায্য পাচ্ছেন। বিভিন্ন জায়গায় মানুষজন তাঁদের উৎসাহ জোগাছেন। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
তাঁরা চাইছেন, আগামী যে কদিন বাকি রয়েছে, যে রাস্তা বাকি রয়েছে, সেখানেও মানুষের সহযোগিতা পাবেন। সৌমিক বাবু বলছেন, এক পায়ে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। ফ্লাইওভার পার হতে গিয়ে ধকল সহ্য করতে হচ্ছে ভালই। টানা সাইকেল চালিয়ে পা ফুলে উঠেছে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Ayodhya Ram Mandir: নেই একটি পা, কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছেন অযোধ্যা! রাম মন্দিরের প্রতিষ্ঠার সাক্ষী হতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement