West Bardhaman News: পথশ্রীর কল্যাণে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হওয়ার পথে দেউল পার্ক
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কাঁকসার বিষ্ণুপুর থেকে অজয় পল্লি পর্যন্ত কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্পে নতুন করে তৈরির সিদ্ধান্ত হয়েছে। ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন রাস্তাটি তৈরি করা হবে।
পশ্চিম বর্ধমান: জেলার পর্যটন মানচিত্রে অন্যতম গন্তব্য দেউল পার্ক। কাঁকসার জঙ্গলের মাঝে অবস্থিত এই দেউল পার্ক বারবার কাছে টানে পর্যটকদের। এই জঙ্গলে সংরক্ষিত হয় চিতল হরিণ, ময়ূর। সম্প্রতি কাঁকসার এই জঙ্গলে দেখা মিলেছে নীল গাইয়ের। এখানে ঘুরতে এসে থাকার সুন্দর ব্যবস্থা আছে। বন দফতরের রিসর্টে ভালোভাবেই থাকা যাবে। যদিও এই দেউল পার্কে পৌঁছনোর ক্ষেত্রে এতদিন যথেষ্ট সমস্যায় পড়তে হত পর্যটকদের। পাঁচ কিলোমিটার ঘুরপথে পৌঁছতে হত। তবে পথশ্রী প্রকল্পের সৌজন্যে এবার সেই দুর্ভোগ ঘুচতে চলেছে। কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা।
কাঁকসার বিষ্ণুপুর থেকে অজয় পল্লি পর্যন্ত কাঁচা পথশ্রী প্রকল্পে নতুন করে তৈরির সিদ্ধান্ত হয়েছে। ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন রাস্তাটি তৈরি করা হবে। ফলে পশ্চিম বর্ধমানের এই পর্যটনকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে এতদিন পর্যটকদের যে ভোগান্তির মুখে পড়তে হত তা আর হবে না বলে দাবি প্রশাসনের।
advertisement
advertisement
ইতিমধ্যেই নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজের সূচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার নতুন পথশ্রী প্রকল্প এনেছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলায় কয়েক হাজার কিলোমিটার কাঁচা রাস্তার হাল ফিরবে। ফলে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকট সুবিধা হবে। তাছাড়া দেউল পার্কে যাওয়ার রাস্তা পাকা হয়ে গেলে পর্যটকদের কাছে এর গুরুত্ব বাড়বে। রাজ্যের মন্ত্রীর আসা, এর ফলে এলাকার আর্থসামাজিক অবস্থার। অনেকটা পরিবর্তন ঘটবে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 6:58 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পথশ্রীর কল্যাণে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হওয়ার পথে দেউল পার্ক









