West Bardhaman News: গ্রাম বাংলার পরিচিত গন্ধগোকুল আতঙ্ক ছড়াল শহরে!

Last Updated:

দুর্গাপুর কোকওভেন থানার এসবি মোড় সংলগ্ন একটি বহুতল আবাসনে হঠাৎ ঢুকে পড়ে এক গন্ধগোকুল। তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের আবাসিকরা

+
title=

পশ্চিম বর্ধমান: নগর সভ্যতায় অজানা-অচেনা প্রাণীর জায়গা কোথায়। আর তাই হঠাৎ অদ্ভুত দর্শন জীব দেখে আতঙ্কিত হয়ে পড়ল বহুতলের বাসিন্দারা। যদিও পড়ে জানা গেল সেই অদ্ভুত দর্শন প্রাণী আর কেউ নয়, গ্রাম বাংলার অতি পরিচিত গন্ধগোকুল।
দুর্গাপুর কোকওভেন থানার এসবি মোড় সংলগ্ন একটি বহুতল আবাসনে হঠাৎ ঢুকে পড়ে এক গন্ধগোকুল। তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের আবাসিকরা। আসলে এর আগে তাঁরা কেউই গ্রাম বাংলার এই অতি পরিচিত প্রাণীটিকে দেখেননি। আতঙ্কিত আবাসিকরা সঙ্গে সঙ্গে খবর দেন দুর্গাপুর থানায়। খবর দেওয়া হয় বন দফতরেও।
advertisement
advertisement
শহরের ব্যস্ত জায়গায় অদ্ভুত দর্শন প্রাণী হাজির হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ছুটি আসেন বনকর্মীরাও। তাঁরাই ওই প্রাণীটি গন্ধগোকুল বলে চিহ্নিত করেন। এরপর পুলিশ এবং বনকর্মীদের উদ্যোগে গন্ধগোকুলটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গন্ধগোকুলটি পূর্ণবয়স্ক বলে জানা গিয়েছে। তাকে উদ্ধার করে খাঁচাবন্দি করে নিয়ে যান বনকর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
উল্লেখ্য, দুর্গাপুর শহর সংলগ্ন আশপাশের জঙ্গলে বিগত কয়েক বছর ধরেই গন্ধগোকুল, সজারুর মত প্রাণীর দেখা পাওয়া যাচ্ছে। যেহেতু শহরের সবুজায়ন বাড়ানোর লক্ষ্য নেও হয়েছে এব জঙ্গলগুলিকে রক্ষা করার চেষ্টা চলছে, তার সুফল হিসেবেই আবার এইসব প্রাণীকে দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বনকর্মীরা। তবে একদম ব্যস্ত শহরের মাঝে কীভাবে গন্ধগোকুল হাজির হল তা ভাবাচ্ছে সকলকে। প্রাথমিকভাবে অনুমান, খাবারের খোঁজ করতে করতে কোনভাবে গন্ধগোকুলটি ওই আবাসনে ঢুকে পড়ে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: গ্রাম বাংলার পরিচিত গন্ধগোকুল আতঙ্ক ছড়াল শহরে!
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement